kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

কর্ম খালি

ফরহাদ হোসেন   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেরাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ)

পদ ও যোগ্যতা : ক্যাটালগার ১ জন। গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

কম্পিউটার অপারেটর ৫ জন। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ডাটা এন্ট্রি অপারেটর ১ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ জন। এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং বাংলা, ইংরেজি টাইপিংয়ে গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

অফিস সহায়ক ১১ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১০ ফেব্রুয়ারি বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। bbp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগ, বঙ্গভবন, ঢাকা। ওয়েব : www.bangabhaban.gov.bd

সূত্র : ইত্তেফাক, ৯ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৪।

 

► ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

পদ ও যোগ্যতা : ড্রাইভার (অবিবাহিত) ৭৬ জন। ন্যূনতম অষ্টম শ্রেণি পাসসহ ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং ওজন ১১০ পাউন্ড। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

অফিস সহায়ক ৬ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ জানুয়ারি বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ড্রাইভার পদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার স্থান : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। অফিস সহায়ক পদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা—এই ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২ মার্চ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদন ফরম ও অন্যান্য তথ্য পাওয়া যাবে অধিদপ্তরের এই সাইটে www.fireservice.gov.bd

সূত্র : সমকাল, ১০ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৫।

 

► ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী ১১ জন। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস। মাসিক মূল বেতন : ৯৬,৪৮২ টাকা এবং অন্যান্য ভাতা।

উপসহকারী প্রকৌশলী ১৯ জন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস। মাসিক মূল বেতন : ৭৪,২৮২ টাকা এবং অন্যান্য ভাতা। ২৫ ফেব্রুয়ারি বয়স ১৮ থেকে ৩০ বছর। ডিপিডিসিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। অন্যান্য তথ্য পাওয়া যাবে dpdc.gov.bd/career ওয়েবসাইটে। যোগাযোগ : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড, ঢাকা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৯ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ২ ও ৯।

           

        

মন্তব্যসাতদিনের সেরা