kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সাধারণ জ্ঞান মূলক

মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্য বই থেকে কয়েকটি ‘এক কথায় উত্তর’ এখানে তুলে ধরা হলো। এগুলো একদিকে চাকরি প্রার্থীদের জন্য সাধারণ জ্ঞান আর অন্যদিকে শিক্ষার্থীদের সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১. বঙ্গীয় আইনসভার কার্যক্রম কত সালে শুরু হয়?

উত্তর : ১৮৬২ সালে।

২. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৫৭ সালে।

৩. ১৭৮১ সালে কলকাতা মাদরাসা প্রতিষ্ঠা করেন—

উত্তর : ওয়ারেন হেস্টিংস।

৪। ১৬০০ সালে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানি কোথায় গঠিত হয়?

উত্তর : ইংল্যান্ডে।

৫। আলীবর্দী খাঁ কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : ১৭৫৬ সালে।

৬। ঔপনিবেশিক শাসন বলা হয় কোনটিকে?

উত্তর : বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করা হলে তাকে ঔপনিবেশিক শাসন বলা হয়।

৭। কোন যুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করে?

উত্তর : খ্রিস্টপূর্ব যুগে।

৮। মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর : গুপ্ত সাম্রাজ্য।

৯। কত শতকে উত্তর বাংলায় প্রথম বাঙালি শাসক প্রতিষ্ঠিত হয়?

উত্তর : সপ্তম শতকে।

১০। বাঙালি পাল রাজারা বাংলাকে কত বছর শাসন করেন?

উত্তর : ৪০০ বছর।

১১। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা কোন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন?

উত্তর : সেন রাজারা

১২। বাংলা জয় করা তুর্কি সেনাপতির নাম কী?

উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।

১৩। বখতিয়ার খলজি বাংলা জয় করেন—

উত্তর : ১২০৪ সালে।

১৪। ঢাকাকে বাংলার রাজধানী করার সময় মুঘল সুবেদার ছিলেন—

উত্তর : ইসলাম খাঁ।

১৫। ফখরুদ্দীন মুবারক শাহ কোন সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করেন?

উত্তর : দিল্লির সুলতানদের বিরুদ্ধে।

 

             ► আয়েশা আলম

মন্তব্যসাতদিনের সেরা