kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

কর্ম খালি

ফরহাদ হোসেন   

২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেকর্ম খালি

স্বাস্থ্য অধিদপ্তর

পদ ও যোগ্যতা : প্রভাষক (ইউনানি) ১০ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

প্রভাষক (আয়ুর্বেদিক) ৩ জন। বিএএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

বিজ্ঞাপন

প্রভাষক (হোমিওপ্যাথিক) ২ জন। বিএইচএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত। ইনডোর মেডিক্যাল অফিসার (ইউনানি) ১ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

ইনডোর মেডিক্যল অফিসার (আয়ুর্বেদিক) ২ জন। বিএএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

রেসিডেনশিয়াল ফিজিশিয়ান আরপি (ইউনানি) ১ জন। বিইউএমএসসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং সমপদে ৮ বছরের অভিজ্ঞতা।

রেজিস্ট্রার (ইউনানি) ১ জন। বিইউএমএসসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং সমপদে ৮ বছরের অভিজ্ঞতা।

সহকারী রেজিস্ট্রার (ইউনানি) ১ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

সহকারী রেজিস্ট্রার (আয়ুর্বেদিক) ১ জন। বিএএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

সহকারী রেজিস্ট্রার (হোমিওপ্যাথিক) ১ জন। বিএইচএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

প্রডাকশন/রিসার্চ কোয়ালিটি কন্ট্রোল অফিসার (ইউনানি) ১ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও সমপদে ১ বছরের অভিজ্ঞতা।

মেডিক্যাল অফিসার (ইউনানি) ৪০ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথিক) ৩৫ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদিক) ৩৮ জন। বিএএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

ড্রাগ সুপারিনটেনডেন্ট (ইউনানি) ১ জন। বিইউএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

ড্রাগ সুপারিনটেনডেন্ট (আয়ুর্বেদিক) ১ জন। বিএএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

ড্রাগ সুপারিনটেনডেন্ট (হোমিওপ্যাথিক) ১ জন। বিএইচএমএস এবং ১ বছরের ইন্টার্নসহ স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত।

ফার্মাসিস্ট ৩ জন। ব্যাচেলর অব ফার্মেসি। রেসিডেনশিয়াল ফিজিশিয়ান আরপি (ইউনানি), রেজিস্ট্রার (ইউনানি), বেতন—জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেড, ফার্মাসিস্ট দশম গ্রেড এবং অন্য সব পদের বেতন-ভাতা নবম গ্রেডে। ১ আগস্ট তারিখে বয়স রেজিস্ট্রার (ইউনানি) পদে সর্বোচ্চ ৪০, ফার্মাসিস্ট পদে ৩০ এবং অন্য সব পদে সর্বোচ্চ ৩২ বছর। http://ldamc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। যোগ্য প্রার্থী বাছাই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার তারিখ, কেন্দ্র, পরীক্ষাপদ্ধতি, প্রবেশপত্রসহ যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে একই ওয়েবসাইট থেকে।

যোগাযোগ : স্বাস্থ্য অধিদপ্তর, অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার প্রকল্প, মহাখালী, ঢাকা। সূত্র : সমকাল, ১৮ আগস্ট, পৃষ্ঠা ৭।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : অডিটর ১ জন। বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফলসহ স্নাতক। কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

ক্যাটালগার ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা এইচএসসি বা সমমান পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সনদ কোর্স পাস। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

অডিও ভিজ্যুয়াল অপারেটর ১ জন। এইচএসসিতে জিপিএ ৩ বা সমমান পেয়ে উত্তীর্ণ। কম্পিউটার চালনা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ফটোগ্রাফার (অডিও-ভিডিও) ১ জন। কম্পিউটার চালনা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

অফিস সহায়ক ৩ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।

পরিচ্ছন্নতাকর্মী ১ জন। জেএসসি বা সমমান। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ আগস্টে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://molwa.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকা।

ওয়েব : www.molwa .gov.bd

সূত্র : সমকাল, ২১ আগস্ট, পৃষ্ঠা ৯।

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : প্রশাসনিক কর্মকর্তা ১ জন। প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন। বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০। ব্যক্তিগত সহকারী ১ জন। দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

ডেসপাচ রাইডার ১ জন। মোটরসাইকেল চালনার লাইসেন্সসহ দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা। ১০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://nddpt.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা। যাবতীয় তথ্য এই www.nddpt.gov.bd ওয়েবসাইটে।

যোগাযোগ : সমাজকল্যাণ মন্ত্রণালয়, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, পদ্মা লাইফ টাওয়ার, বাংলামোটর, ঢাকা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৯ আগস্ট, পৃষ্ঠা ৬।

 

 নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল ৪ এবং ইলেকট্রিক্যাল ৪) মোট ৮ জন। প্রথম শ্রেণি বা সমমানের ফলসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। মূল বেতন ৫২০০০ টাকা।

অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার (ফিন্যান্স/অ্যাকাউন্ট/অডিট) ৪ জন। প্রথম শ্রেণি বা সমমানের ফলসহ ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ও এমবিএ। মূল বেতন ৫২০০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়নমেন্ট হেলথ অ্যান্ড সেফটি) ১ জন। প্রথম শ্রেণি বা সমমানের ফলসহ এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অথবা এনভায়নমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি। মূল বেতন ৫২০০০ টাকা। ১৮ আগস্ট অনুসারে বয়স ১৮-৩০ বছর। এই ওয়েব ঠিকানায় http://career.nwpgcl.com.bd অনলাইনে আবেদন ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা।

ওয়েব : www.nwpgcl.gov.bd

সূত্র : ইত্তেফাক, ১৯ আগস্ট, পৃষ্ঠা ৬।

 

বাণিজ্য মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : চেয়ারপারসন ১ জন। বাণিজ্য মন্ত্রণালয়সহ প্রশাসনের উচ্চ পদে ১৫ বছরের অভিজ্ঞতা।

সদস্য ২ জন। বাংলাদেশ ও আন্তর্জাতিক অর্থনীতি, বাজার, জনপ্রশাসন এবং ডাব্লিউটিওর বিধি-বিধান বিষয়ে বাস্তব জ্ঞানসহ ১৫ বছরের অভিজ্ঞতা। ২০ সেপ্টেম্বরে বয়স সর্বোচ্চ ৬২ বছর। আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

যোগাযোগ : বাণিজ্য মন্ত্রণালয়, প্রশাসন-৫ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

ওয়েব : www.mincom.gov.bd

সূত্র : সমকাল, ১৯ আগস্ট, পৃষ্ঠা ১৫

 

 সাতদিনের সেরা