kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

বিশ্বঐতিহ্য

বিশ্বঐতিহ্যের অংশ হলো ব্যাবিলন

১০ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বঐতিহ্যের অংশ হলো ব্যাবিলন

মেসোপটমীয় সভ্যতার চার হাজার বছরের পুরনো নগরী ব্যাবিলনকে বিশ্বঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো। ইউনেসকোর পক্ষ থেকে বলা হয়, হাম্মুরাবি ও নেবুচাদনেজারের মতো সফল শাসকদের অধীনে ব্যাবিলনীয় সভ্যতার ভিত তৈরি হয়।

প্রাচীন এই নগরীর শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। ২৩০০ খ্রিস্টপূর্বে বর্তমান ইরাকের বাবেল প্রদেশে এ নগরী গড়ে ওঠে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে বিগত কয়েক বছর বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে প্রাচীন নগরীর নিদর্শনাবলি।

উল্লেখ্য, যেসব এলাকা ও স্থাপনা বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, সেসব এলাকা বা স্থাপনাকে বিশ্বঐতিহ্যের তালিকায় স্থান দেয় ইউনেসকো। তালিকাভুক্ত করার পর আন্তর্জাতিক চুক্তির অধীনে ওই সব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা