kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

কর্ম খালি

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেকর্ম খালি

খুলনা শিপইয়ার্ড

পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, ১টি। ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক অথবা ১ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর। অটোমেকানিক, ৪টি। অটো-ইলেকট্রিশিয়ান, ২টি। অটোডেন্টিং টেকনিশিয়ান, ২টি। অটোপেইন্টার, ৪টি। কার ক্লিনার, ১টি। অষ্টম শ্রেণি। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স। ভোকেশনাল/সমমান।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ১৩ সেপ্টেম্বর।

যোগাযোগ : ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।

সূত্র : ইত্তেফাক, ৪ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৬

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক, প্রগ্রাম প্রডাকশন, সংগীত, ১টি। সংগীতে স্নাতকোত্তরসহ সংগীতবিষয়ক কোনো বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা। সহকারী পরিচালক, প্রগ্রাম প্রডাকশন, নৃত্য, ১টি। নৃত্যে স্নাতকোত্তরসহ নৃত্যবিষয়ক কাজে ৭ বছরের অভিজ্ঞতা। লাইট ডিজাইনার, ১টি। স্নাতক। লাইট ডিজাইনিং কাজে ১০ বছরের অভিজ্ঞতা। নাট্যকলা/লাইট ডিজাইনিংয়ে ডিপ্লোমা। সহকারী সচিব, ১টি। স্নাতকোত্তরসহ বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা পদে ৭ বছরের অভিজ্ঞতা। কালচারাল অফিসার, ১টি। প্রথম শ্রেণির স্নাতকোত্তরসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ৫ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতকসহ ১০ বছরের অভিজ্ঞতা। সহকারী পরিচালক, পিএস, ১টি। স্নাতকোত্তর ও সেক্রেটারিয়াল কোর্সসহ কোনো বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা পদে ৭ বছরের অভিজ্ঞতা। নৃত্যশিল্পী, ১টি। এসএসসি। সাংস্কৃতিক একাডেমি থেকে ৪ বছরের প্রশিক্ষণ এবং নৃত্যশিল্পী হিসেবে ৫ বছরের স্টেজ পারফরম্যান্সের অভিজ্ঞতা।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : নৃত্যশিল্পী, জুনিয়র, ১টি। এসএসসি। সাংস্কৃতিক একাডেমি থেকে ৩ বছরের প্রশিক্ষণ।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ২টি। স্নাতক বা সমমান। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি। এইচএসসি। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর।

যোগাযোগ : মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।

সূত্র : আমাদের সময়, ৩১ আগস্ট, পৃষ্ঠা ৯

 

কারা অধিদপ্তর

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক, ১টি। বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক। কম্পিউটার অপারেটর, ১টি। স্নাতক। বিজ্ঞান অগ্রাধিকার।

বেতন : ২১৭০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৭ সেপ্টেম্বর।

যোগাযোগ : প্রকল্প পরিচালক, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ নির্মাণ প্রকল্প, কারা অধিদপ্তর, বকশীবাজার, ঢাকা-১২১১।

সূত্র : সমকাল, ৬ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৫

 

ইবনে সিনা ট্রাস্ট

পদ ও যোগ্যতা : নার্সিং সুপারিনটেনডেন্ট। নার্সিং কাউন্সিল স্বীকৃত বিএসসি-ইন-নার্সিং সায়েন্স/পাবলিক হেলথ। ন্যূনতম ২০০ বেডের হাসপাতালে নার্সিং সুপারিনটেনডেন্ট/সমপদে অভিজ্ঞতাসহ নার্সিং পেশায় ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা। নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট। এমপিএইচসহ বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত বিএসসি-ইন-নার্সিং সায়েন্স/পাবলিক হেলথ। নতুন কারিকুলামে নার্সিং ইনস্ট্রাক্টর/লেকচারার হিসেবে ন্যূনতম ২ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা।

বয়সসীমা : নার্সিং সুপারিনটেনডেন্ট সর্বোচ্চ ৫০ বছর। নার্সিং ইনস্ট্রাক্টর সর্বোচ্চ ৩৫ বছর। 

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর।

যোগাযোগ : ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি-৪৮, রোড-৯/এ, ধানমণ্ডি, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৬ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৯

 

ডাচ্-বাংলা ব্যাংক

পদ ও যোগ্যতা : প্রবেশনারি অফিসার, সফটওয়্যার, হার্ডওয়্যার/নেটওয়ার্কিং, এটিএম। কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা : ৩০ বছর।

বেতন : ৪৫০০০ টাকা।

পদ ও যোগ্যতা : ব্রাঞ্চ ম্যানেজার। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়। যেকোনো বাণিজ্যিক ব্যাংকে ৫ বছর ব্রাঞ্চ ম্যানেজারসহ ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা। জেনারেল ব্যাংকিং, ট্রেড ফিন্যান্স, ল্যান্ডিং অপারেশন এবং ক্রেডিট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা।

বয়সসীমা : ৫০ বছর।

বেতন : ৪৫০০০ টাকা।

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট অফিসার। বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল)। তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।

বেতন : ৩০১০০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রবেশনারি অফিসার। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। এমবিএম (বিআইবিএম)। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। বিবিএ। ন্যূনতম ৩টি প্রথম শ্রেণি।

বেতন : ৪৫০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৮ সেপ্টেম্বর।

যোগাযোগ : ওয়েবসাইটের মাধ্যমে।

ওয়েব : http://app.dutchbanglabank.com

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৪ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৫

   

আকিজ বিড়ি ফ্যাক্টরি

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর। একই প্রতিষ্ঠানে হিসাবসংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতা। পারচেস অফিসার, লিফ। স্নাতকোত্তর। কৃষি অগ্রাধিকার। ক্রয়সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। পারচেস অফিসার, জেনারেল। স্নাতকোত্তর। ক্রয়সংক্রান্ত কাজে ৩ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে দক্ষ। জুনিয়র অডিট অফিসার। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর। হিসাব ও অডিট সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা। উৎপাদন অফিসার। স্নাতক/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কম্পিউটারে দক্ষ। উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। সহকারী অ্যাডমিন অফিসার, স্নাতক। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। সহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল। ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস। জিএলটি ও পিএমডি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ১৫ সেপ্টেম্বর।

যোগাযোগ : এইচআর অ্যান্ড অ্যাডমিন, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ চেম্বার, ষষ্ঠ তলা, ৭০, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

সূত্র : প্রথম আলো ৩১ আগস্ট, পৃষ্ঠা ১৪

 

কপিরাইট অফিস, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : কপিরাইট সহকারী পরীক্ষক, ১টি। আইনে স্নাতক।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : ইনডেকসার, ১টি। স্নাতক। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ লাইব্রেরি ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা।

বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর, ১টি। স্নাতক এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট। অপারেটর অপটিটিউট টেস্টে উত্তীর্ণ। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি বা সমমান। মিনিটে ইংরেজিতে ১০০ ও বাংলায় ৮০ শব্দের গতির শর্টহ্যান্ড। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ ও বাংলায় ৩০ শব্দ। কম্পিউটারে ডিপ্লোমা অথবা স্নাতক/সমমান পাসসহ কম্পিউটারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : কপিরাইট পরিদর্শক, ১টি। স্নাতক। আইন বিষয় অগ্রাধিকার।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৭ সেপ্টেম্বর।

যোগাযোগ : রেজিস্ট্রার, কপিরাইট অফিস, জাতীয় গ্রন্থাগার ভবন, তৃতীয় তলা, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

সূত্র : প্রথম আলো, ৩১ আগস্ট, পৃষ্ঠা ৫

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : নেটওয়ার্ক টেকনিশিয়ান, ১টি। ডাটা এন্ট্রি অপারেটর, ১টি। হার্ডওয়্যার টেকনিশিয়ান, ১টি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানসহ এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেড সিড ও ইন্টারনেট পরিচালনায় জ্ঞান। আইসিটি সংক্রান্ত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ৩-৪ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার রক্ষণাবেক্ষণ এবং সাচিবিক কাজের দক্ষতা। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় জ্ঞান। নেটওয়ার্ক টেকনিশিয়ান, অপটিক্যাল ফাইবার, ১টি। এইচএসসি বা সমমান। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৩ সেপ্টেম্বর।

যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

সূত্র : সমকাল, ৫ সেপ্টেম্বর, পৃষ্ঠা ৬   

 

তাহ্সীন উদ্দীন

মন্তব্যসাতদিনের সেরা