kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

কর্ম খালি

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৭ মিনিটেকর্ম খালি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ : প্রভাষক, ফার্মেসি, ৫টি। এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৫টি। মাইক্রোবায়োলজি, ৬টি। ইংরেজি, ৬টি।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ : সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি, ১টি। কৃষি, ২টি। অর্থনীতি, ১টি। ব্যবসায় প্রশাসন, ২টি।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ : সহযোগী অধ্যাপক, অর্থনীতি, ১টি। বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ১টি।

বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : প্রভাষক ও সহকারী অধ্যাপক পদ, ৬ সেপ্টেম্বর। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ২০ সেপ্টেম্বর।

যোগাযোগ : রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সূত্র : ইত্তেফাক, ২৭ আগস্ট, পৃষ্ঠা-৪

 

ইসলামিক ফাউন্ডেশন

পদ ও যোগ্যতা : উপ-পরিচালক, ৮টি। দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : মেডিক্যাল অফিসার, অ্যালোপ্যাথিক, ২টি। এমবিবিএস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা। সহকারী পরিচালক, ৬টি। প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমান।

বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক, ৬টি। গবেষণা কর্মকর্তা, ১টি। প্রগ্রাম অফিসার, ৪টি। প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমান। স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিক্যাল অফিসার, ২টি। এমবিবিএস। মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপের পর ২ বছরের চাকরির অভিজ্ঞতা, হিসাবরক্ষণ কর্মকর্তা, ১টি। বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তরসহ ৩ বছরের অভিজ্ঞতা বা একই বিষয়ে স্নাতকসহ ৫ বছরের অভিজ্ঞতা। ভাষা শিক্ষক, আরবি, ১টি। আরবিতে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। প্রকাশনা কর্মকর্তা, ১টি। ২য় শ্রেণির স্নাতকোত্তর।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : রেফারেন্স সহকারী, ১টি। ফাজিল অথবা কামিলসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : পিএ/স্টেনোগ্রাফার, ১টি। এইচএসসি বা আলিম। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক, ৩টি। স্নাতক বা সমমান।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : হিসাব সহকারী, ৪টি। এইচএসসি বা আলিম। ৫ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : বিক্রয় সহকারী, ১টি। এইচএসসি।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর।

যোগাযোগ : আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

সূত্র : কালের কণ্ঠ, ২৯ আগস্ট, পৃষ্ঠা-৬

 

শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো

পদ ও যোগ্যতা : স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর, ৫টি। পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। পাবলিকেশন সহকারী, ১টি। ডকুমেন্টেশন সহকারী, ১টি। দ্বিতীয় শ্রেণির স্নাতক। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রুফ রিডার, ১টি। দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ প্রুফ রিডিংয়ে ১ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১০টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ। রেকর্ডকিপার, ১টি। এইচএসসি বা সমমান। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ১৩টি। এইচএসসি বা সমমান। বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার। কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স এবং ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৪ সেপ্টেম্বর।

যোগাযোগ : ব্যানবেইস, ১ জহির রায়হান সড়ক, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫।

সূত্র : কালের কণ্ঠ, ২৮ আগস্ট, পৃষ্ঠা-১৫

 

ইবনে সিনা ট্রাস্ট

পদ ও যোগ্যতা : সিনিয়র স্টাফ নার্স। নার্সিং কাউন্সিল থেকে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। ইংরেজিতে যোগাযোগে দক্ষ। কম্পিউটার চালনায় পারদর্শী।

বয়সসীমা : ৩০ বছর।   

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর।

যোগাযোগ : ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি-৪৮, রোড-৯/এ, ধানমণ্ডি, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৩০ আগস্ট, পৃষ্ঠা-৬

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : প্রভাষক, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ১টি। সায়েন্স অ্যান্ড নিউট্রেশন, ১টি। ফিশিং অ্যান্ড পোস্ট-হার্ভেস্ট টেকনোলজি, ১টি। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমান।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।  

আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর।

যোগাযোগ : রেজিস্ট্রার, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪২২৫।

সূত্র : ইত্তেফাক, ৩০ আগস্ট, পৃষ্ঠা-৪

   

অফিসার্স ক্লাব, ঢাকা

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষণ কর্মকর্তা, ১টি। বাণিজ্যে স্নাতক। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : ৪০ বছর।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ৮ সেপ্টেম্বর।

যোগাযোগ : ২৬ বেইলি রোড, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৯ আগস্ট, পৃষ্ঠা-৭

 

পানি উন্নয়ন বোর্ড

পদ ও যোগ্যতা : গবেষণা কর্মকর্তা, পরিবেশ ও বন, ১টি। ভূগোল, পরিবেশ বা বন বিষয়ে স্নাতক সম্মান। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞ। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। সহকারী পরিচালক, ভূমি ও রাজস্ব, ৩টি। স্নাতক।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর, ৩টি। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা। স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউট টেস্টে উত্তীর্ণ। ঘণ্টায় কমপক্ষে ১০ হাজার কি-ডিপ্রেশন।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : ক্যাম্প সুপারভাইজার, ৪টি। স্নাতক বা সমমান। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : ড্রাইভার, ১১টি। এসএসসি বা সমমান। ড্রাইভিং লাইসেন্স। ৩ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : অডিও ভিজ্যুয়াল অপারেটর, ১টি। এসএসসি। অডিও ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৬ সেপ্টেম্বর।

যোগাযোগ : পরিচালকের কার্যালয়, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, রহমান চেম্বার, ১০ম তলা, ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

সূত্র : ইত্তেফাক, ৩১ আগস্ট, পৃষ্ঠা-১৩

 

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী

পদ ও যোগ্যতা : প্রভাষক, রসায়ন, ১টি। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক, ইংরেজি ২টি। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির বিএড অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর।

যোগাযোগ : মোমেনশাহী, ময়মনসিংহ সেনানিবাস।

সূত্র : ইত্তেফাক, ২৭ আগস্ট, পৃষ্ঠা-৪

 

পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন

পদ : সিনিয়র প্রগ্রাম অফিসার, আইসিটি স্পেশালিস্ট, ১টি। ব্র্যান্ডিং, ই-কমার্স অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট ১টি।

বেতন : ১২০০০০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রগ্রাম অফিসার, ভেন্যু চেইন ডেভেলপমেন্ট, ১টি। সোশ্যাল সেফ গার্ড, এসএমএফ ও টিপিএফ, ১টি। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, ১টি। ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, ১টি। ফিন্যান্স অ্যান্ড অডিট, ১টি। এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন, ১টি। এগ্রি ইঞ্জিনিয়ারিং, ১টি।

বেতন : ৯০০০০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী প্রগ্রাম অফিসার, ইনভারমেন্ট অ্যান্ড ন্যাচার রিসোর্স ম্যানেজমেন্ট, ২টি।

বেতন : ৭০০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর।

যোগাযোগ : পিকেএসএফ ভবন, ই-৪/বি, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

সূত্র : ডেইলি স্টার, ৩১ আগস্ট, পৃষ্ঠা-৬

 

তাহ্সীন উদ্দীন

মন্তব্যসাতদিনের সেরা