kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

দেশ পরিচিতি

১৮ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশ পরিচিতি

তুরস্ক

ইউরোপ ও এশিয়ার সীমান্তে তুরস্কের অবস্থান। এর উত্তর-পশ্চিমে গ্রিস ও বুলগেরিয়া, পূর্বে আর্মেনিয়া, আজারবাইজান ও ইরান, দক্ষিণে ইরান ও সিরিয়া। তুরস্কের তিন দিকে সমুদ্র। পশ্চিমে ইজিয়ান সাগর, উত্তরে কৃষ্ণ সাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর। তুরস্কের ভূমিরূপ বিচিত্র। দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিমে আছে উর্বর সমভূমি। পশ্চিমে উঁচু, অনুর্বর মালভূমি। পূর্বে সুউচ্চ পর্বতমালা। দেশের অভ্যন্তরের জলবায়ু চরমভাবাপন্ন হলেও ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু। এশিয়া-ইউরোপের সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে এর প্রভাব পড়েছে। গোটা মানবসভ্যতার ইতিহাসজুড়েই এশিয়া ও ইউরোপের মানুষদের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেছে তুরস্ক। গ্রামীণ অঞ্চলে এখনো ঐতিহ্য ও রীতিনীতি মানা হয়। তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার বেশির ভাগ লোকের ধর্ম ইসলাম। তুরস্ক ছিল মূলত কৃষিপ্রধান দেশ। কৃষিখামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রমশক্তির ৩৪ শতাংশ এই কাজে নিয়োজিত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কে শিল্প ও সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে।

 

একনজরে

পুরো নাম : তুরস্ক প্রজাতন্ত্র

রাজধানী : আংকারা

সবচেয়ে বড় শহর : ইস্তাম্বুল

দাপ্তরিক ভাষা : তুর্কি

জাতিগোষ্ঠী : তুর্কি, কুর্দি, আরব, লাজ প্রভৃতি

সরকার পদ্ধতি : ইউনিটারি প্রেসিডেনশিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক

প্রেসিডেন্ট : রিসেপ তাইয়িপ এরদোয়ান

আইনসভা : গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি

আয়তন : সাত লাখ ৮৩ হাজার ৩৫৬ বর্গকিলোমিটার

জনসংখ্যা : আট কোটি আট লাখ ১০ হাজার ৫২৫ জন

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১০৫ জন

জিডিপি : মোট ২.৩২০ ট্রিলিয়ন ডলার

মাথাপিছু : ২৮ হাজার ৩৪৬ ডলার

মুদ্রা : টার্কিশ লিরা

জাতিসংঘে যোগদান : ২৪ অক্টোবর ১৯৪৫।

 

মন্তব্যসাতদিনের সেরা