kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

নতুন মুখ

১১ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন মুখ

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট লোপেজ

আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাদোর মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর দ্বিগুণ। নির্বাচনে লোপেজের প্রধান প্রতিপক্ষ ছিলেন ক্ষমতাসীন ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) জোসে অ্যান্তোনিও মিয়াদে ও ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী রিকার্ডো নাইয়া। ক্ষমতাসীন পিআরআইয়ের প্রার্থী মিয়াদে তৃতীয় স্থানে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন রিকার্ডো।

লোপেজ বামপন্থী হিসেবে পরিচিত। ২০০০ সালে তিনি মেক্সিকো সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৬৪ বছর বয়সী লোপেজ আগের দুই প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন। এবার তিনি বিজয়ী হওয়ায় দশকের পর দশক ধরে পাল্টাপাল্টি ক্ষমতায় থাকা পিআরআই ও পিএএনের অধিপত্যের অবসান ঘটল।

নির্বাচনী প্রচারণায় মেক্সিকোতে বহু সহিংসতার ঘটনা ঘটে। এতে ১৩০ জন রাজনৈতিক নেতা ও দলীয় কর্মী প্রাণ হারান। লোপেজ তাঁর নির্বাচন পরবর্তী ভাষণে বলেছেন, দুর্নীতির মূলোত্পাটন তাঁর প্রধান লক্ষ্য।

মন্তব্যসাতদিনের সেরা