মোগল ও ব্রিটিশ আমলে যাঁরা এক বা একাধিক মৌজার অধিকর্তা ছিলেন তাঁদের মজুমদার বলা হতো। উপমহাদেশে মুসলিম ও হিন্দু উভয়ের ক্ষেত্রেই ‘মজুমদার’ পদবি ব্যবহার হয়।
নির্দিষ্ট ক্যাডার প্রথম পছন্দ কেন
আপনি যে ক্যাডারটিকে পছন্দের তালিকার প্রথমে রেখেছেন, সে ক্যাডারের জনসেবার জায়গাগুলো তুলে ধরুন। এই ক্যাডারের আবেগের কারণগুলোও বুঝিয়ে বলুন। এরপর এই ক্যাডারটির সুযোগ-সুবিধার দিকগুলোও তুলে ধরবেন। পছন্দের ক্যাডারে আপনার পরিবার বা আত্মীয় থাকলে যদি তাকে দেখে অনুপ্রাণিত হয়ে থাকেন, সেটাও যোগ করতে পারেন।
বিষয়ের সঙ্গে ক্যাডারের মিল
সব বিষয়ের সঙ্গে পছন্দের ক্যাডারের মিল থাকবে এমনটি নয়, এটি ভাইভা বোর্ডও জানে। তবু এমন প্রশ্ন করলে প্রার্থী কিভাবে মোকাবেলা করে, সেটি ভাইভা বোর্ড দেখতে চায়। সংশ্লিষ্ট ক্যাডারের কাজের সঙ্গে একাডেমিক বিষয়ের মিল খুঁজে বের করার চেষ্টা করুন। যেমন— কম্পিউটার সায়েন্সের সঙ্গে তথ্য-প্রযুক্তি, কাজের অটোমেশন, যান্ত্রিক বিষয়ের দক্ষতা, গাণিতিক নির্ভুলতা, কাজের একাগ্রতা ইত্যাদি সংশ্লিষ্ট। হিসাববিজ্ঞান মূল্যবোধ ও জবাবদিহি নিয়ে কাজ করে। স্বচ্ছতা, ফ্রেমওয়ার্ক মেনে চলা, কাজের পূর্ণতা ইত্যাদিও হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য। তাই পছন্দের ক্যাডারের সঙ্গে এই বিষয়গুলো সামঞ্জস্য করার চেষ্টা করবেন।
আপনার সক্ষমতা
আপনার যেসব ভালো গুণ আছে, সেগুলো প্রশ্নোত্তর পর্বে প্রসঙ্গক্রমে উল্লেখ করার চেষ্টা করবেন। এই গুণ আপনাকে এগিয়ে রাখবে। যেমন—আপনি দিনের কাজ দিনে শেষ করতে পছন্দ করেন, আপনি ব্যক্তিজীবনে নিয়মানুবর্তিতা মেনে চলেন, আপনার মধ্যে নেতৃত্ব গুণাবলি আছে ইত্যাদি।
আপনাকে কেন নিয়োগ দেবে!
এই প্রশ্নের মাধ্যমে মূলত প্রার্থীর সক্ষমতা জানতে চাওয়া হয়। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আপনার যে দক্ষতা আছে সেটি উল্লেখ করুন। যেমন—এই পদের কাজ সম্পর্কে ব্যক্তিগত আগ্রহ আছে, তাই নিয়োগ পেলে মনেপ্রাণে কাজ করবেন। অথবা প্রার্থীভেদে উত্তর হতে পারে—আমি যেহেতু সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করেছি, আমার একাডেমিক জ্ঞান আমি পূর্ণভাবে কাজে লাগাতে পারব; আমি একই বিষয়ে মাস্টার্সে থিসিস/ইন্টার্ন করেছি, সেখানের প্র্যাকটিক্যাল জ্ঞানও আমি কাজে লাগাতে পারব; এই পদে নতুন হলেও আমি খুব কুইক লার্নার, সব কিছুই অল্প সময়ে শিখে নিতে পারব; আমি নীতির অনুসরণের মধ্যে দিয়ে বড় হয়েছি, ব্যক্তিগত সততায়ও আমার আস্থা আছে, তাই পদের সঙ্গে আর্থিক যোগসূত্র থাকলেও সত্ভাবে দায়িত্ব পালন করব; পদের উপযুক্ত হিসেবে আমি নিজেকে প্রমাণের সুযোগ চাই। নিয়োগ পেলে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে—সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কোন ধরনের কাজ বা উদ্যোগ নেওয়া উচিত কিন্তু এখনো নেওয়া হয়নি, এগুলো উল্লেখ করতে পারেন। তবে কখনোই এ ধরনের কথা বলতে যাবেন না, ‘সিনিয়ররা ব্যর্থ, আমি এসেই সব কিছুর উন্নয়ন করে ফেলতে পারব।’
নিজের সম্পর্কে
যেকোনো চাকরির ভাইভায় সবচেয়ে কমন প্রশ্ন হলো—‘আপনার সম্পর্কে কিছু বলুন’ (বাংলা/ইংরেজিতে)। এই সহজ প্রশ্নের উত্তরই বোর্ডকে আশ্বস্ত করার মুখ্য সুযোগ। তবে অপ্রাসঙ্গিক কোনো উত্তর দেওয়া যাবে না।
এই প্রশ্নের উত্তরে যা বলবেন-
১. আপনার নাম, জেলা, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা।
২. আপনার প্রফেশনাল ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা।
৩. কোনো টিম বা প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা (সংকট অবস্থায় আপনার কী ভূমিকা ছিল)।
৪. সাহিত্য/সাংস্কৃতিক/সামাজিক/অন্যান্য অভিজ্ঞতা (মানুষের সহযোগিতায় এগিয়ে গিয়েছেন কি না)।
৫. আপনার শক্তিশালী গুণ, যা প্রতিষ্ঠানের কাজে লাগবে (আপনাকে কেন চাকরিটা দেবে)।
৬. প্রতিষ্ঠানকে নিয়ে আপনার স্বপ্ন (আপনার দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান)।
যা বলার প্রয়োজন নেই—
১. আপনার মা-বাবা ও ভাই-বোনের তথ্য।
২. পরিবারের সদস্য সংখ্যা, বংশপরিচয় বা প্রভাব-প্রতিপত্তি।
৩. পুরো ঠিকানা (গ্রাম, ডাকঘর, থানা)।
৪. শখ (অল্প সময়ের পরিচিতি প্রদানে এর প্রয়োজন নেই)।
কেন বিসিএস
এত চাকরি থাকতে কেন বিসিএসে আগ্রহী, এটি কমন প্রশ্ন। এমন প্রশ্নের নমুনা উত্তর (ইংরেজিতে)—
The civil service plays a vital role in a nation, serving as the core mechanism through which government policies and strategies are implemented at the grassroots level. It acts as a bridge between the government and the public, helping to realize the hopes and aspirations of the people. By joining the civil service, I aim to become part of this meaningful mission and contribute to the overall development of the country.
In addition, the civil service offers a wide range of opportunities for cadre officers, including the chance to work on deputation in various ministries and departments. These diverse assignments provide valuable experience, which enhances one’s capacity to contribute effectively to policy formulation and strategic planning.
Moreover, civil servants are held in high regard and enjoy significant respect and prestige in society-an honor that is rarely matched in other professions. This blend of professional growth, social recognition, and meaningful service makes the civil service an ideal career choice for me.
একই ভাবে Introduce Your District, Journey to BPSC, Activities from last night to viva board ইত্যাদি প্রশ্নের উত্তরও নিজে নিজে প্রস্তুত করুন।
ভাইভার দিন
ভাইভার দিন সকালে অবশ্যই শীর্ষস্থানীয় দু-একটি পত্রিকা পড়ে যাবেন। সময় কম থাকলে যাওয়ার পথে সঙ্গে নিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ খবরগুলো একপলক দেখে নেবেন। পত্রিকার খবর, গুরুত্বপূর্ণ তথ্য বা পরিসংখ্যানের ওপর প্রশ্ন করা হতে পারে