kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

ইচ্ছে খাতা

নিজের নাম ভুলে গিয়েছিলাম

   

১৪ মে, ২০১৪ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজের নাম ভুলে গিয়েছিলাম

স্কুলজীবনের প্রথম দিনের কথা মনে পড়লেই হাসি পায়। দূূরসম্পর্কের এক চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়েছিলেন। তিনি আমাকে ক্লাসে বসিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, ছুটি হলে এসে নিয়ে যাবেন।

বিজ্ঞাপন

যেন ভয় না পাই। তিনি চলে গেলে আমার সত্যি ভয় লাগল। ক্লাসে বাংলা স্যার তখন কী যেন পড়াচ্ছেন- আমার সেদিকে খেয়াল নেই। ভাবছিলাম কখন ছুটি হবে। হঠাৎ অমনোযোগী দেখে স্যার আমাকে দাঁড় করালেন। বললেন, 'এই ছেলে তোমার নাম কী?' স্যারের কথা শুনে এমন ভয় পেয়েছিলাম- হঠাৎ আবিষ্কার করি নিজের নামটাই ভুলে গেছি! নিজের নাম বলতে না পারায় ক্লাসজুড়ে হাসির রোল পড়ে গিয়েছিল।

* রাসেল

দশম শ্রেণি, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।

তোমরাও লেখো

সিলেবাসে নেই পাতায় লিখতে পার তোমরাও। স্কুল-কলেজের ক্লাসরুম, বন্ধুদের সঙ্গে আড্ডা বা বাইরে ঘটে যাওয়া মজার মজার ঘটনা বা অভিজ্ঞতার কথা লিখে পাঠাও। খামের ওপর লিখতে হবে 'ইচ্ছে খাতা'।সাতদিনের সেরা