kalerkantho

সোমবার । ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৫  মে ২০২০। ১ শাওয়াল ১৪৪১

ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে

জুবায়ের আহম্মেদ   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে




ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে

২৫ সেপ্টেম্বর ছিল ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ দিনটি বিশেষভাবে উদ্যাপন করেছে। সকালে ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ইভা রহমান কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। এতে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় উঠে আসে নকল ওষুধ চিহ্নিত করার উপায়। অডিটরিয়ামে চলেছে ‘কম্বিনেশন থেরাপি ফর ক্যান্সার’ বিষয়ক প্রেজেন্টেশন। অন্যদিকে আই-টেল চ্যালেঞ্জ প্রতিযোগিতার তিন রাউন্ডে ১০টি দল অংশ নেয়। ফার্মা বিতর্কে অংশ নেয় আটটি দল। রেজিস্ট্রার অফিস বিল্ডিংয়ের নিচে চলে স্বাস্থ্য পরীক্ষা। বিকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসেনশিয়াল ড্রাগ অ্যান্ড মেডিসিন্সের টেকনিক্যাল অফিসার মো. রামজি ইসমাইল ‘গুড ফার্মেসি প্র্যাকটিস’ বিষয়ে সেমিনার পরিচালনা করেন।

মন্তব্য



সাতদিনের সেরা