kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

ফলো মি টু ঢাকা ইউনিভার্সিটি

২৫ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফলো মি টু ঢাকা ইউনিভার্সিটি

ভদ্রলোক লন্ডনের ইমপেরিয়াল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। জন্মসূত্রে রাশিয়ান, নাম মুরাদ ওসমান। তবে লেখাপড়ায় অসাধারণ কৃতিত্বের জন্য নয়, স্ত্রী নাতালিয়া জাকারোভাকে নিয়ে বিখ্যাত সিরিজের ছবি তুলে তিনি খ্যাতি লাভ করেছেন। অন্যেরা যেগুলো মিস করতে পারে, সেই দর্শনীয় স্থানগুলোর তাঁর মতো করে ছবি তুলে ‘ফলো মি টু’ নামে একটি সিরিজ করলেন সেই ২০১১ সালে। কিন্তু এই এক সিরিজের জন্যই তিনি খ্যাতি পেয়ে গেছেন। ইন্টারনেটে একের কাছ থেকে অন্যের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে এই সিরিজ। আমাদের দেশেও এভাবে ছবি তোলা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র তাহসীনুল হক প্রাচ্যের অক্সফোর্ড নিয়ে যে ছবিগুলো তুলেছেন ‘ফলো মি’ সিরিজে সেগুলোর মূল্যও কম নয়। বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের বছরখানেকের জুনিয়র জিনাত হাসান রাকার সঙ্গে আলাপের পর তাঁকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচিত ও অল্প পরিচিত অথচ সুন্দর জায়গাগুলোর ছবি তুলেছেন তাঁরা। প্রায় সারাক্ষণই ছাত্র-ছাত্রী ও বাইরের মানুষের পদচারণায় মুখর এই ক্যাম্পাসের ছবিগুলো তাঁরা ছুটির সময়ই তুলেছেন। ছবিগুলো আপনারও ভালো লাগবে। চাইলে নিজের বিশ্ববিদ্যালয়ের এমন ছবি তুলে সেটিকে আরো পরিচিত ও জনপ্রিয় করতে পারেন।

 

মন্তব্য