kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

ক্যাম্পাস সংবাদ

বাংলাদেশে জাঁকজমক এডুকেশন উইক

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশে জাঁকজমক এডুকেশন উইক

১৩-১৯ নভেম্বর বিশ্বের ছয়টি দেশের ২০০ স্কুলে ২৫ হাজার শিক্ষার্থী নিয়ে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সৌজন্যে পালিত হলো ইন্টারন্যাশনাল এডুকেশন উইক ২০১৭। যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দিবসটি পালিত হয়।

এ বছর বাংলাদেশের পাঁচটি আমেরিকান সেন্টার ও ঢাকার ইএমকে সেন্টারসহ ১৩২টি স্কুলে ফুটবল, ছবি, নেচার লার্নিং, ক্লিন অ্যান্ড গ্রিন প্রগ্রামের মাধ্যমে উদযাপিত হলো এডুকেশন উইক। উল্লেখযোগ্য ছিল রংপুরের কালীগঞ্জের করিমুদ্দিন হাই স্কুলে মেয়েদের ফুটবল খেলার আয়োজন।

নেপালের আমেরিকান সেন্টারসহ ৩৪টি স্কুলে একসঙ্গে আট হাজার ছাত্রছাত্রী রচনা প্রতিযোগিতা, ১০০ মিটার দৌড় ও পিস অ্যান্ড কনফ্লিক্ট নামে একটি ইভেন্টে অংশ নেয়। ছিল পরিবেশ বাঁচাও আন্দোলন নিয়ে ছবি আঁকার প্রতিযোগিতাও। ভারতের স্কুলগুলোতে এডুকেশন উইক পালিত হয়েছে ছাত্র-শিক্ষক ফুটবল খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিল্প প্রদর্শনীর মধ্য দিয়ে।

মন্তব্য