বুয়েট ড্রামা সোসাইটির নাটক 'দূর ঘটনা'র একটি দৃশ্য
গভীর রাত। মহাসড়কে হঠাৎ ঘটল দুর্ঘটনা। গুরুতর আহত হলেন এক পথচারী। পালিয়ে গেল গাড়িটি।
বিজ্ঞাপন
এ এক নাটকের গল্প। নাম 'দূর ঘটনা'। পরিবেশন করেছে বুয়েট ড্রামা সোসাইটি। এ নাটক পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয়েছিল 'গ্রামীণফোন-বুয়েট ড্রামা সোসাইটি নাট্যোৎসব'। চলেছে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর।
'দূর ঘটনা' সোসাইটির ১১তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় বাকার বকুল। অভিনয় করেছেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরাই। বুয়েট অডিটরিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয়েছে আরো চারটি নাটক। আয়োজক সংগঠন ছাড়াও উৎসবে ছিল প্রাচ্যনাট, আগন্তুক রিপারটরি ও বটতলা নাট্যদল। উৎসব উদ্বোধন করেন বুয়েট উপাচার্য খালেদা একরাম। বিশেষ অতিথি নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক ও আজাদ আবুল কালাম। প্রতিদিন নাটক দেখতে ভিড় করেছেন ছাত্রছাত্রীরা। তাঁদের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের সামিনা ইসলাম, 'আমি সব কটি নাটক দেখেছি। সারা দিন ক্লাস-ল্যাব শেষে ফ্রেশ হয়েছি। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে নাটক দেখে হলে ফিরেছি। ' কাদের পরিবেশনা ভালো লেগেছে? উত্তরটি দিলেন তাঁর সহপাঠী ইশানা, 'প্রাচ্যনাটের পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছি। ' দর্শকদের এমন দারুণ সাড়ায় খুশি আয়োজকরাও। ড্রামা সোসাইটির সহসভাপতি আসিফ আব্দুল বাসিত জানালেন, 'এখন থেকে আমরা প্রতিবছর নাট্যোৎসব করব। তাতে লেখাপড়ার ফাঁকে নির্মল বিনোদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আমাদেরও চর্চা হবে। '