kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

৩৩৭৭ প্রতিষ্ঠানের সবাই পাস

নিজস্ব প্রতিবেদক   

৮ মে, ২০১২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে এবার মোট তিন হাজার ৩৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। শতভাগ পাসের সাফল্যের হারে এগিয়ে রয়েছে মাদ্রাসা বোর্ড। এর পরেই রয়েছে ঢাকা বোর্ড। মাদ্রাসা বোর্ডের মোট এক হাজার ৮০১টি এবং ঢাকা বোর্ডের ৩৩০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা ৩৩০, রাজশাহী ২৮৯, কুমিল্লা ১৩০, যশোর ১৯৯, চট্টগ্রামে ৪৫, বরিশালে ১১৮, সিলেটে ১২১, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২৩১টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক হাজার ৮০১ ও কারিগরি শিক্ষা বোর্ডে ১১৩টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে।


সাতদিনের সেরা