kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

তৃতীয়বারের মতো তৃতীয়

নিজস্ব প্রতিবেদক   

৮ মে, ২০১২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় গতকাল সোমবার দুপুর ১২টা থেকেই মুখরিত হতে থাকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। দুপুর ১টার দিকে ফলাফল স্কুলে আসার পরই বাঁধভাঙা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। গত দুই বছরের মতো এবারও এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। তিন বছর ধরে ফলাফলে প্রতিষ্ঠান একই অবস্থানে থাকলেও ফলাফল নিয়ে খুশি শিক্ষকরা। এ ব্যাপারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, 'অবস্থান নিয়ে আমরা তেমন চিন্তিত নই। আমাদের মূল উদ্দেশ্য হলো শতভাগ পাস ও সঠিক শিক্ষাদান করা। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি, এতেই আমরা খুশি। আমাদের ছাত্রীদের তুলনায় ছাত্ররা ফলাফল ভালো করেছে। আশানুরূপ ফলের জন্য আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।' স্কুল সূত্রে জানা যায়, এ বছর স্কুলের মতিঝিল ও বনশ্রী শাখা থেকে এক হাজার ২১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। আর জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪০ জন। বিজ্ঞান শাখা থেকে ৯১২ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৬৭ জন। ব্যবসায় শাখায় ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭৩ পরীক্ষার্থী। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ ৫ পেয়েছে_তাদের চোখে-মুখে আনন্দ ছিল একটু বেশি। এ স্কুলের বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫ পেয়েছে রিয়াজ উদ্দিন রাব্বী। সে এবং তার মা ফরিদা ইয়াসমিন জানান, ভালো ফল করার পেছনে প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অনেক জরুরি। তাঁদের নিরবচ্ছিন্ন তদারকি না থাকলে ভালো ফল করা হয়ে ওঠে না। ভালো ফলাফলের ব্যাপারে অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, 'স্কুলের পাঠদান, শিক্ষক-ছাত্রদের টিম ওয়ার্ক, অভিভাবকদের সচেতনতা ভালো ফল করার ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করেছে।'

বিজ্ঞাপনসাতদিনের সেরা