kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

ইসলাম ধর্মের শিক্ষকদের জন্য বিএমএড কোর্স চালু

নিজস্ব প্রতিবেদক   

২৭ এপ্রিল, ২০১২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফাজিল পাস করা দাখিল ও মাধ্যমিক স্তরের শিক্ষদের পেশাগত উচ্চতর প্রশিক্ষণ কোর্স ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড) চালু করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত অন্যান্য সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পাস করা দাখিল ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য দেশে এই প্রথম এ কোর্স চালু করা হলো। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার গাজীপুরের বোর্ডবাজারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে 'বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ : প্রেক্ষিত জাতীয় শিক্ষানীতি ২০১০' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন কোর্সের উদ্বোধন করেন। গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এক বছর মেয়াদি এ কোর্স পরিচালনা করবে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষায় এমন গুণগত পরিবর্তন আনতে চায়, যাতে এ স্তরের ছাত্রছাত্রীরা দেশের খ্যাতনামা আলেম-ওলামা হবে, বিশ্ব মুসলিম দরবারে নেতৃত্ব দেবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার বা বড় বড় চাকরিজীবী হবে, জ্ঞান-বিজ্ঞানে সমাজের প্রথম সারিতে অবস্থান করবে। এ লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। বিএমটিটিআইয়ের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ প্রমুখ বক্তব্য দেন।


সাতদিনের সেরা