kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

বুয়েটে অচলাবস্থা

আজ আলোচনায় বসবে প্রশাসন ও শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক   

২৭ এপ্রিল, ২০১২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অচলাবস্থা নিরসনে আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি বৈঠকে বসবে। প্রশাসন ও শিক্ষক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে। উপাচার্য ড. এস এম নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, 'কাল (আজ) সন্ধ্যায় শিক্ষক সমিতির সঙ্গে বসার কথা রয়েছে। বুয়েটের সিনিয়র কয়েকজন অ্যালামনাইও থাকবেন এ আলোচনায়।' শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফুল ইসলামও আলোচনায় বসার বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে ১৬ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের পদত্যাগের দাবিতে গত ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছে বুয়েটের শিক্ষক সমিতি। ক্লাস না হওয়ায় সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে। বুয়েট প্রশাসন ও শিক্ষক সমিতি নিজ নিজ অবস্থানে অনড় থাকায় শিক্ষার্থীরা আরো বিপাকে পড়েছেন। কবে নাগাদ এই অচলাবস্থা দূর হবে সে সম্পর্কেও অন্ধকারে রয়েছে বুয়েট প্রশাসন ও শিক্ষক সমিতি। বুয়েট প্রশাসনের একটি সূত্র কালের কণ্ঠকে জানায়, আলোচনায় বসলেও কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আলোচনা ফলপ্রসূ হয় কি না সেটিই দেখার বিষয়।


সাতদিনের সেরা