kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলা

জেএমবিপ্রধানসহ পাঁচ জঙ্গিকে হাজির, সাক্ষ্যগ্রহণ হয়নি

হবিগঞ্জ প্রতিনিধি   

২৭ এপ্রিল, ২০১২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহবিগঞ্জে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মামলায় জেএমবিপ্রধান জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা সাইদুরসহসহ পাঁচ জঙ্গিকে আদালতে হাজির করা হয়েছে। তবে মামলার এক আসামি আজিজুল ইসলাম হাজির না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণ করেননি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পাঁচ জঙ্গিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহতাব হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হওয়া আসামিরা হলো, জেএমবির সাবেক আমির মাওলানা সাইদুর রহমান, তার ছেলে এ এইচ এম শামীম, ওবায়দুল্লাহ মিয়া, বেলাল আহমেদ এবং সালাহ উদ্দিন ওরফে সালেহীন। আদালত সূত্র জানায়, গতকাল নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষী ও পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু মামলার অন্য আসামি আজিজুল ইসলাম ওরফে আজিজুলকে হাজির করতে না পারায় আদালত কোনো সাক্ষ্যগ্রহণ না করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ২৬ জুন। এ নিয়ে তিনবার সব আসামি উপস্থিত না থাকায় আদালত সাক্ষ্যগ্রহণ করেননি। এ ব্যাপারে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকবর হোসেন জিতু বলেন, সিরিজ বোমা হামলার পাঁচ মামলার আসামি আজিজ সিলেট কারাগারে অবস্থান করায় তাকে হাজির করা সম্ভব হয়নি। এ জন্য সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ন্যায় হবিগঞ্জে পাঁচটি স্থানে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা করে।


সাতদিনের সেরা