kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

এলিফ্যান্ট রোডে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক   

২৭ এপ্রিল, ২০১২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনে গতকাল বৃহস্পতিবার বিকেলে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। ফায়ার সার্ভিস সূত্র আরো জানায়, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে এলিফ্যান্ট রোডের ২১৮ নম্বর ১৪ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় থাকা লিফটে আগুন লাগে। সেখান থেকে তৃতীয় ও চতুর্থ তলার কিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ১০ হাজার টাকার ক্ষতি ও দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা গেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।


সাতদিনের সেরা