kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

সর্দারের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে করাতকলে (সমিল) কাজ করার সময় জালাল উদ্দিন মাঝি নামের এক শ্রমিক সর্দারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন চাইরবাড়িয়া বাজারে কবীর মিয়ার করাতকলে। জালাল উপজেলার বাইলনা গ্রামের মৃত হোসেন আলী মাঝির ছেলে। স্থানীয় সূত্র জানায়, করাতকলটিতে শ্রমিক সর্দারের কাজ করে আসছিলেন জালাল উদ্দিন। প্রতিদিনের মতো গতকাল একটি বড় গাছের গুঁড়ির অংশ চিরাইয়ে সহায়তা করছিলেন তিনি। হঠাৎ তিনি গুঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কবীর মিয়া বলেন, এটি একটি দুর্ঘটনা। জালাল উদ্দিনের স্বজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘মনে হচ্ছে এটি দুর্ঘটনা। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।’

 

মন্তব্যসাতদিনের সেরা