kalerkantho

যাঁদের শুভেচ্ছায় সিক্ত

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেযাঁদের শুভেচ্ছায় সিক্ত

সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছবি : কালের কণ্ঠ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ          ছবি : কালের কণ্ঠ


আইএফআইসি ব্যাংক                ছবি : কালের কণ্ঠ


মিডিয়াকম লিমিটেড               ছবি : কালের কণ্ঠ


টিকে গ্রুপ                      ছবি : কালের কণ্ঠ


এক্সিম ব্যাংক                ছবি : কালের কণ্ঠ


দি সিটি ব্যাংক লিমিটেড                       ছবি : কালের কণ্ঠ


কনকর্ড গ্রুপ      ছবি : কালের কণ্ঠ


বাংলালিংক                   ছবি : কালের কণ্ঠ


বিকাশ  ছবি : কালের কণ্ঠ


বিটপী অ্যাডভারটাইজিং                       ছবি : কালের কণ্ঠ


এনআরবিসি ব্যাংক                   ছবি : কালের কণ্ঠ


হাভাস মিডিয়া ছবি : কালের কণ্ঠ


এবি ব্যাংক                   ছবি : কালের কণ্ঠ


পিরোজপুর: কালের কণ্ঠ’র জন্মদিনে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।  ছবি : কালের কণ্ঠ


ব্রাহ্মণবাড়িয়া : শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল মাঠে এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়।           ছবি : কালের কণ্ঠ


কিশোরগঞ্জ : কালের কণ্ঠ’র জন্মদিনে কেক কাটে কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রতিবন্ধী শিশুরা।   ছবি : কালের কণ্ঠ


নড়াইল :  সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনাসভা শেষে ১০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দেয় শুভসংঘ।   ছবি : কালের কণ্ঠ


নাটোর : অতিথি হিসেবে পথশিশুদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহরিয়াজ।  ছবি : কালের কণ্ঠ


যশোর : সফল ক্রীড়া শিক্ষক মো. হাসানুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান।        ছবি : কালের কণ্ঠ


শেরপুর : তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে জন্মদিনের কেট কাটা ও প্রীতি সম্মেলন হয়। উপস্থিত ছিলেন শুভসংঘের জেলা সভাপতি শামীম হোসেন, সম্পাদক সোহেল রানা, শিক্ষক আবুল কালাম আজাদ, নারী নেত্রী আঞ্জুমান আরা যূথী প্রমুখ।             ছবি : কালের কণ্ঠ


 

মন্তব্য