kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল এলাকা থেকে পুলিশ পরিচয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে মেহেদী হাসান (২২) নামের এক যুবকের মোটরসাইকেল নিয়ে গেছে। আহত মেহেদীকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা যায়, আদমদীঘির শিববাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে কলেজছাত্র মেহেদী হাসান গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিববাটি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নানাবাড়ি দুপচাঁচিয়ার শ্রীপুর গ্রামে যাচ্ছিলেন। পথে বগুড়ার-নওগাঁ মহাসড়কের বোয়ালা নামক স্থানে পৌঁছলে মেহেদীর পথরোধ করে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় কয়েক যুবক। আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি দুপচাঁচিয়া থানা এলাকার মধ্যে ঘটেছে।

মন্তব্যসাতদিনের সেরা