kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

‘উপযুক্ত শাস্তি দেওয়া হবে খুনিদের’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আবরারের হত্যা দুঃখজনক ও মর্মান্তিক। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের করা মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপির দায়িত্বজ্ঞানহীন নেতারা সব ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। বিএনপির কর্মকাণ্ড দেশবাসী জানে। এখন ওরা যে বেসুরা গান গাইছেন, জনগণ তাতে কান দেবে না।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়ার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ। মন্ত্রী সকালে আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।

পরে মন্ত্রী কসবার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বিকেলে আখাউড়ার ২০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের অনুদান দেন।

মন্তব্যসাতদিনের সেরা