kalerkantho

রবিবার । ৪ ডিসেম্বর ২০২২ । ১৯ অগ্রহায়ণ ১৪২৯ । ৯ জমাদিউল আউয়াল ১৪৪৪

জামদানিতে সিঁথি সাহার পূজা

প্রতিবার পূজা উপলক্ষে বাড়িতে জম্পেশ রান্নাবান্নার আয়োজন করেন সংগীতশিল্পী সিঁথি সাহা। শুধু রান্না নয়, নিজ হাতে অতিথি আপ্যায়ন করেন। ঘুরে বেড়ান মণ্ডপ থেকে মণ্ডপে। এবার পূজায় শুধুই জামদানি আছে শিল্পীর পোশাকের তালিকায়। লিখেছেন আতিফ আতাউর

৩ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামদানিতে সিঁথি সাহার পূজা

ছবি : এটুজেড

 

 

 

সিঁথি সাহার শাড়িপ্রীতি ছোটবেলা থেকে। সব ধরনের পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করলেও পছন্দের পোশাক শাড়ি। এর মধ্যে আবার জামদানির প্রতি রয়েছে আলাদা ভালোলাগা। তাঁর ওয়ার্ডরোবের বেশির ভাগ জায়গা নাকি জামদানির দখলে।

বিজ্ঞাপন

ছবি : ইনস্টাগ্রাম

শুধু সংগীতচর্চাই নয়, রান্নাবান্নায়ও সিদ্ধহস্ত সিঁথি। সুযোগ পেলেই হেঁসেলে ঢুকে পড়েন। রান্না করেন প্রিয়জনদের পছন্দের খাবার। কালের কণ্ঠের পাঠকদের জন্যও দিয়েছিলেন পূজার রেসিপি। রান্না সেরে শিল্পী হাজির হলেন জামদানি পরেই। লাল পাড় ও কালো জমিনের জামদানিতে ধরা দিলেন এটুজেডের ক্যামেরায়। জানালেন, ‘পূজায় প্রিয়জনদের জন্য শুধু রান্নাবান্নাই করি তা নয়। সবার সঙ্গে মিলে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াই। অনেক রাত পর্যন্ত ঘুরে ঘুরে দেবী দর্শন শেষে বাসায় ফিরি। ’সাতদিনের সেরা