kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

রাজেশ্বরী-রুনা খানের দিনলিপি

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজেশ্বরী-রুনা খানের দিনলিপি

রাজেশ্বরীর একদম সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে সাড়ে ছয়টা-সাতটার মধ্যেই ও উঠে যায়। স্কুল বন্ধ থাকলেও ওর অভ্যাস বদলায় না। ছুটির এই সময়েও সকালেই উঠছে। আমি আলাদা করে ওকে কোনো রুটিন দিইনি। ও নিজেই নিজের মতো করে দিন কাটাচ্ছে। সেটা আমার কাছে ভাল মনে হয়েছে বলে বাধা দিইনি। ও প্রচুর বই পড়ে। এটা বেশ কাজে লাগছে। আর তাছাড়া বাকি সব কাজও ঠিকঠাক চলছে এই রুটিনে।

সকাল

৭ টার মধ্যে ঘুম থেকে ওঠা।

৮ টার মধ্যে সকালের নাশতা।

৯টা থেকে ১১টা পর্যন্ত বই পড়ছে। নানা ধরনের বই।

১১টা থেকে ১২টা নাচের অনুশীলন করে। এমনিতে রাজেশ্বরী ছায়ানটে নাচ শেখে।

 

দুপুর

১২টা থেকে ১টা পর্যন্ত আমরা মা-মেয়ে একসাথে কিছু খালি হাতের ব্যায়াম করি।

১ঠা থেকে ২টার মধ্যে গোসল সেরে দুপুরের খাবার খেয়ে ঘুমায় বিকাল ৪টা পর্যন্ত।

৪টা থেকে ৬টা স্কুলের দেওয়া হোমওয়ার্ক করে।

 

রাত

৬টা থেকে ৯টা আমরা মানে আমি, রাজেশ্বরী আর ওর বাবা তিনজনে মিলে একটা করে সিনেমা দেখছি। ছুটির প্রতিদিনই আমরা সিনেমা দেখেছি। গতকাল দেখলাম ‘দ্য ভিঞ্চি কোড’।

১০টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে রাজেশ্বরী।

মন্তব্যসাতদিনের সেরা