kalerkantho

বৃহস্পতিবার । ৭ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

রূপচর্চা

নিজেই বানান লিপবাম

শীত তো বটেই, অন্য সময়েও ঠোঁটের সুরক্ষা দেয় লিপবাম। বাড়িতেই বানিয়ে নিতে পারেন মনের মতো লিপবাম। পরামর্শ দিয়েছেন শোভন মেকওভার স্যালনের রূপবিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন মোনালিসা মেহরিন

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনিজেই বানান লিপবাম

বাজারের লিপবামে ভরসা নেই? হাতের কাছেই আছে এর সমাধান। ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানিয়ে নিতে পারবেন লিপবাম। ঘরে তৈরি লিপবামের আরেকটি সুবিধা হলো এতে নিজের প্রিয় রং ও পারফিউমও যোগ করতে পারবেন। আবার ঠোঁটের ত্বকের ধরন বুঝেও প্রয়োজনীয় উপাদান যোগ করতে পারবেন। শীত, গ্রীষ্ম, বর্ষার মতো ঋতুর ধরন বুঝেও আলাদা আলাদা উপাদান মিশিয়ে লিপবামও বানানো যায়।

 

স্বাভাবিক ঠোঁটের জন্য

প্রয়োজনীয় উপাদান

পছন্দের রঙের একটি লিপস্টিক, ভ্যাসলিন, জলপাই তেল, সুগন্ধি।

যেভাবে তৈরি করবেন

♦          একটি পাত্রে এক টেবিল চামচ ভ্যাসলিন নিন।

♦          এবার ভ্যাসলিনের সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ভালো করে মিশিয়ে নিন।

♦          এবার লিপবামে যতটুকু রং চান সে অনুযায়ী লিপস্টিক কেটে ভ্যাসলিন ও জলপাই তেলের মিশ্রণে ভালো করে মিশিয়ে নিন। যদি সুগন্ধি লিপবাম চান, তবে পছন্দের সুগন্ধির কয়েক ফোঁটা যোগ করে নিন।

♦          এবার ফুটন্ত পানির মধ্যে মিশ্রণের পাত্রটি ভাসিয়ে দিয়ে অল্প আঁচে গরম করে গলিয়ে নিন।

♦          সব দ্রবণ দ্রবীভূত হয়ে গেলে পছন্দের কৌটায় ঢেলে নিন। ঠাণ্ডা হতে কিছুটা সময় বাইরে রেখে দিন। এরপর কৌটাটা ফ্রিজে রেখে দিন জমাট হওয়া পর্যন্ত।

♦          এবার ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত আপনার লিপবাম।

শুষ্ক ঠোঁটের জন্য

প্রয়োজনীয় উপাদান

মধু ১ চা চামচ, নারকেল তেল ১ চা চামচ, ল্যাভেন্ডার অয়েল পরিমাণমতো, প্রাকৃতিক মোম ৩ চা চামচ, ২টি ভিটামিন-ই ক্যাপসুল।

যেভাবে তৈরি করবেন

♦          একটি বাটিতে মোম নিয়ে অল্প আঁচে গলিয়ে নিন। মোম অর্ধেক গলে যাওয়ার পর নারকেল তেল ও মধু ভালো করে মিশিয়ে নিন।

♦          একটি পাত্রে অল্প পানি ফুটিয়ে নিন। পাত্রের ফুটন্ত পানির ওপর মিশ্রণের বাটিটা রেখে দিন।

♦          পছন্দের সুগন্ধি ও ভিটামিন-ই ক্যাপসুল যোগ করুন।

♦          এবার মিশ্রণটিতে সামান্য ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন।

♦          এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

♦          চাইলে মাইক্রোওয়েভেও সবগুলো উপাদান গলিয়ে নিতে পারেন।

♦          এবার একটি ছোট্ট পাত্রে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা হতে দিন। এরপর ৬ থেকে ৭ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। আপনার লিপবাম ব্যবহারের জন্য প্রস্তুত।

মন্তব্যসাতদিনের সেরা