kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রিয় খাবার

মায়ের হাতের রান্না

শরিফুল রাজ, অভিনেতা

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমায়ের হাতের রান্না

মায়ের রান্না যেকোনো খাবারই আমার ভীষণ পছন্দের। বাইরে খেতে গেলে প্রথম পছন্দ মুরগি। সেটা যে পদই হোক। আর দেশীয় খাবারের বাইরে ভালো লাগে থাই ও কন্টিনেন্টাল খাবার। এ ছাড়া শীতের মৌসুমি শাকসবজি আমার খুবই পছন্দ। এগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের পালংশাক। পাশাপাশি ফুলকপি, ব্রকোলিও খুব ভালো লাগে। সাধারণত আমি নিজেই রান্না করি। সময়-সুযোগ পেলে তিন বেলাই। শীতকালে এসব শাকসবজি নিজে রান্না করে খাওয়াটা আমি খুব উপভোগ করি। এমনিতে খাবারের ব্যাপারে আমার খুব একটা খুঁতখুঁতানি নেই। কমবেশি সবই খাই। তবে পেশাগত কারণেই একটু ধরে-বেঁধে খেতে হয়। শরীর ধরে রাখতে নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করি। সে অনুযায়ীই খাওয়াদাওয়া করতে হয়। ফলে চাইলেও একটু বেশি করে খাওয়া বা একটু অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া করা সম্ভব হয় না। এসব কারণে বাইরে খাওয়ার ব্যাপারটা যতটা সম্ভব এড়িয়েই চলি।

 

মন্তব্যসাতদিনের সেরা