kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

প্রিয় পোশাক

শাড়ি পরার ছুতা খুঁজি

জেফার রহমান, সংগীতশিল্পী

৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাড়ি পরার ছুতা খুঁজি

পোশাকের মধ্যে শাড়ি খুব পছন্দ। প্রায় সব ধরনের অনুষ্ঠান উপলক্ষে শাড়ি পরি। সত্যি বলতে সব সময় শাড়ি পরার ছুতা খুঁজতে থাকি! ক্যাজুয়ালি বেশি পরা হয় ওয়েস্টার্ন পোশাক। সেগুলোর মধ্যে খুব বেশি বাছবিচার করি না। বেশি পরা হয় বডিকন, প্যান্ট, শার্ট, স্কার্ট। ঘুরতে গেলেও মূলত ওয়েস্টার্নই পরি। কামিজ খুবই কম পরা হয়। বেশির ভাগ পোশাকের ডিজাইন নিজেই করি। বিশেষ করে মিউজিক ভিডিওর পোশাক। সেগুলো ডিজাইন করার ক্ষেত্রে গানের বা ভিডিওর থিম মাথায় রাখি। যেমন—কোনো গথিক ভিডিওর জন্য পোশাকের ডিজাইন করার সময় তাতে গথিক ভাবটা রাখার চেষ্টা করি। পোশাকের রঙের ক্ষেত্রে আগে আমার পছন্দ ছিল কালো। ইদানীং মব ও ন্যুড কালারের পোশাক বেশি পরছি।

মন্তব্যসাতদিনের সেরা