kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

কখন কোথায় কী

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকখন কোথায় কী

হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটন

পাঁচতারায় পথের খাবার

রাজধানীর গুলশানে পাঁচতারা হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনের দ্য ইটারি রেস্তোরাঁয় শুরু হয়েছে স্ট্রিট ফুড মার্কেট উৎসব। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। উৎসবে ক্রেতাদের পছন্দমতো খাবার তাঁদের সামনেই তৈরি করে দেন হোটেলের শেফরা। আমেরিকান, ইতালীয়, মেক্সিকান, জাপানি, চীনা, থাই ও ভারতীয় মিলিয়ে ৬০ পদেরও বেশি খাবার উপভোগ করতে পারবেন উৎসবে। এই আয়োজনে ভোজনরসিকদের জন্য খাবারগুলো বিশেষভাবে তৈরি করছেন ব্রাজিল থেকে আগত শেফ কাইকি। কেউ চাইলে পিত্জা অথবা পাস্তাও খেতে পারবেন। এছাড়া ট্যাকো বার, রিসতো, সিজুয়ান ল্যাম্বস, স্যামন, চিকেন, টুনা, স্কুইডসহ নানা পাবেন নানা খাবার। সঙ্গে থাকছে ডেজার্ট স্টেশন। স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে বিভিন্ন দেশের স্ট্রিট ফুডের স্বাদ উপভোগের সুযোগ করে দিতেই এমন আয়োজন হোটেলটির। ৪৫০০ টাকায় উপভোগ করা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা