kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড—আঙুলের স্পর্শেই জানা যায় সব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে তারকাদের চলতি ফ্যাশনের খবর

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোলাপি শেডের লং কামিজের সঙ্গে সিগারেট কাটের পাজামা আর নাগরা জুতা। খোলা চুলে, ঝুমকা কানের দুলে ঈদের সাজে শেহতাজ।

জামার হাতায় ফ্লোরাল লেইসের কাজের কদর এমনিতেই বেশি। তার সঙ্গে মিলিয়ে জিওম্যাট্রিক ফুলেল নকশায় ঈদের মেহেদিতে জয়া আহসান।

ফিটিং গ্যাবার্ডিন জিন্সের সঙ্গে কটন স্ট্রাইপের টপস আর গ্লাডিয়েটর্স জুতায় তৈরি পরীমণি।

ভি গলার নীল কামিজের সঙ্গে মিলিয়ে গোল্ড প্লেটের ঝুমকা কানের দুল, আর হাতে রাঙা মেহেদিতে ঈদের সাজে তানজিন তিশা।

মক্সিন নেট ফ্যাব্রিকসের ওপর জরি সুতার কারচুপির কাজের থ্রিপিসে পূর্ণিমা।

মন্তব্যসাতদিনের সেরা