kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

বই আলোচনা

১১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবই আলোচনা

ছুটে যাই প্রকৃতির রাজ্যে। মুহাম্মদ জাভেদ হাকিম। বাংলাপ্রকাশ। মূল্য : ৩৫০ টাকা

মুহাম্মদ জাভেদ হাকিম ঘুরতে ভালোবাসেন। তাঁর মতে, দুনিয়ার একটা নেশাই আছে জীবনের জন্য কল্যাণকর, সেটা হলো ভ্রমণের নেশা। এই নেশা যে তাঁর ভালোভাবেই আছে, তা বলাই বাহুল্য। ১৭৫ পৃষ্ঠার ‘ছুটে যাই প্রকৃতির রাজ্যে’ তারই দৃষ্টান্ত। বইটিতে লেখকের ভ্রমণের অনেক কাহিনি লেখা আছে। সন্তানের স্কুল ছুটিতে পারিবারিক ভ্রমণ, একা ভ্রমণ—সবই আছে। বেশির ভাগ লেখাই বাংলাদেশের বিভিন্ন জায়গা নিয়ে। তবে সৌদি আরব ভ্রমণ নিয়েও কয়েকটি লেখা আছে। বাংলাদেশের সিলেট, কক্সবাজার, বান্দরবানের মতো পরিচিত জায়গার সঙ্গে নারিনগর, ছোট হরিণার মতো কম পরিচিত জায়গার ভ্রমণ কাহিনিও স্থান পেয়েছে বইতে। আবার ভ্রমণসংঘের বন্ধুদের নিয়ে ময়মনসিংহের ত্রিশালে বৃক্ষরোপণ অভিযানের বর্ণনাও আছে। কাজ বৃক্ষরোপণ হলেও ভ্রমণ যাঁর নেশা, তিনি ঠিকই খুঁজে নিয়েছেন গ্রামবাংলার সৌন্দর্য। পুরো বইয়ের সব ছবিই সাদা-কালো, মান তত ভালো না। ভালো মানের কয়েকটি রঙিন ছবি থাকলে মন্দ হতো না।

লতিফুল হক

মন্তব্য