kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

প্রিয় পোশাক

জর্জেট কালো শাড়ি

পূর্ণিমা, অভিনয়শিল্পী

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজর্জেট কালো শাড়ি

যেকোনো উপলক্ষেই শাড়ি প্রথম পছন্দ। বিশেষ পছন্দ জর্জেটের শাড়ি। প্রিয় রং কালো অথবা সবুজ। অন্য সব রঙের শাড়ি পরা হলেও এই দুই রঙের প্রতি বিশেষ দুর্বলতা। নিমন্ত্রণ বা যেকোনো অনুষ্ঠানে উপলক্ষের সঙ্গে মানানসই পোশাক বেছে নিই। বেশির ভাগ ক্ষেত্রেই অবশ্য সালোয়ার-কামিজ বা শাড়ি পরা হয়। কাছের বন্ধু বা আত্মীয়ের বাসায় গেলে সালোয়ার-কামিজেই স্বচ্ছন্দ। আর পার্টি বা জমকালো অনুষ্ঠানে শাড়ি। হালকা কাতান বা জর্জেট শাড়ি পরে চলে যাই। পোশাকে ছিমছাম থাকতেই ভালো লাগে। খুব ভারী বা জমকালো পছন্দ নয়। ইদানীং ক্যাজুয়াল ওয়্যার হিসেবে জিন্স আর ফতুয়াও পরা হয়।

কথা বলেছেন : নাঈম সিনহা

মন্তব্যসাতদিনের সেরা