kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

পোশাকে ফাগুন

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপোশাকে ফাগুন

 

দেশীদশ

দেশীদশ পহেলা ফাল্গুন উপলক্ষে এনেছে বিশেষ সংগ্রহ। হলুদ, বাসন্তী, সবুজ ও নীল রঙে উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক। আরো থাকছে নানা ফ্যাশন অনুষঙ্গ, গয়না, হোমটেক্সটাইল ও উপহারসামগ্রী।


কে ক্রাফট

ফ্যাশন হাউস কে ক্রাফটের ফাল্গুনের পোশাকে রয়েছে বসন্তের নানা ফুলের মোটিফ। পোশাকে প্রাধান্য পেয়েছে হলুদ, কমলা, বাসন্তী, লেমন, লাল, সবুজ ও মেজেন্টা রং। রয়েছে উজ্জ্বল রঙের শাড়ি, কামিজ, পাঞ্জাবি, কুর্তি, শার্ট। এ ছাড়া বাচ্চাদেরসহ পরিবারের সবার উপযোগী পোশাক রয়েছে। ফাল্গুনের যুগল পোশাক ও বন্ধুদের সঙ্গে মিলিয়ে পরার সিরিজ পোশাকও পাওয়া যাচ্ছে।

 

ফড়িং

ফড়িংয়ের ফাল্গুনের আয়োজনে রয়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি। আবহাওয়া ও ঋতুর কথা মাথায় রেখে প্রাধান্য পেয়েছে সবুজ, হলুদ, গোল্ডেন, টিয়া ও কমলা রং। রয়েছে শাড়ি, সালোয়য়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি। পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি।

 

মন্তব্যসাতদিনের সেরা