kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

পছন্দের পোশাক

দেশি ব্র্যান্ডের পোশাক

চঞ্চল চৌধুরী অভিনেতা

১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশি ব্র্যান্ডের পোশাক

স্বচ্ছন্দ আর আরামের কথা ভেবেই বেছে নিই পোশাক। দেশি ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে। প্রিয় কম্বিনেশন টি-শার্ট, জিন্স আর স্যান্ডেল। সাধারণ শার্ট আর টি-শার্ট বেশি পরা হয়।

বিজ্ঞাপন

শার্টের ক্ষেত্রে বেছে নিই রেগুলার ফিট। আঁটসাঁট নয়—এমন। সাদা শার্টের প্রতি রয়েছে বিশেষ ঝোঁক। হয়তো সেটা আমাকে মানায় বলেই। সাদার বাইরে বেশির ভাগ সময় হালকা রঙের কিংবা কালো-মেরুন রঙের শার্ট বেশি পরা হয়। লাল-কমলার মতো কটকটে রং বিশেষ পছন্দ নয়। কাপড়ে পছন্দ সুতি। বেড়াতে গেলে বেশির ভাগ সময় হালকা রঙের পাঞ্জাবি পরি। সেটা হতে পারে সাদা বা অফহোয়াইটের মধ্যে হালকা কাজের। খুব জমকালো নয়। শর্ট পাঞ্জাবি আর ফতুয়াও ভালো লাগে। প্যান্টে ব্লু জিন্স বেশি পছন্দ। এর বাইরে গ্যাবার্ডিনের প্যান্টও পরি। বাসায় প্রথম পছন্দ দেশি লুঙ্গি।

কথা বলেছেন : নাঈম সিনহাসাতদিনের সেরা