kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

হয়রানির অভিযোগ আব্বাস দম্পতির

নিজস্ব প্রতিবেদক   

১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস নানা ধরনের হয়রানির অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তাঁরা একাদশ সংসদ নির্বাচনসংক্রান্ত তথ্য জানান সাংবাদিকদের।

রাজধানীর শাহজাহানপুরের বাসায় গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ঢাকা-৮। আফরোজা আব্বাসের এলাকা ঢাকা-৯। তফসিল ঘোষণার পর থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা অব্যাহত রয়েছে। আমার বাড়ির চারিদিকে সাদা পোশাকে লোকজন দাঁড়িয়ে আছেন। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে ভীতির মধ্যে আছি।’

মির্জা আব্বাস বলেন, ‘আমার সাড়ে তিন হাজার কর্মী এখন কারাগারে। তাহলে কিভাবে নির্বাচনী প্রচারণা হবে? সোমবার বাসায় মিলাদ মাহফিলের পর ফেরার পথে ২৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা সরকারের পক্ষ থেকে লেভেল

প্লেয়িং ফিল্ড পাইনি। তাই আপনাদের কাছ থেকে পক্ষপাতমূলক আচরণ চাই না।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, সাজ্জাদ জহির, মোস্তাফিজুল করীম মজুমদার, নুরুল ইসলাম খান মাসুদ, মিজানুর রহমান সোহেল, নাহিদ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য