kalerkantho

ভোটকেন্দ্রের সেতু ক্ষতিগ্রস্ত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভারী যান চলাচলের কারণে ময়মনসিংহের ভালুকায় সিডস্টোর-সখীপুর সড়কের লাউতি নদীর ওপর থাকা সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটির দুই পাশে ‘ক্ষতিগ্রস্ত সেতু, (ভারী) যান চলাচল নিষেধ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। অবিলম্বে সেতুটি মেরামত করা না হলে উপজেলার দুই ইউনিয়নের ১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পরিবহনে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, ১৯৮২ সালে লাউতি নদীর ওপর সেতুটি নির্মিত হয়। যদিও দিন দিন নদীটি খালে পরিণত হয়েছে।

কাচিনা ইউনিয়নের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন, ‘যে করেই হোক সেতুটি দিয়ে ভারী যান চলাচল এখনই বন্ধ করা দরকার। অন্যথায় সেতুটি ভেঙে পড়লে হবিরবাড়ীর তিনটিসহ তাঁর ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রে মালামাল পরিবহনে জটিলতা সৃষ্টি হবে।’ অন্যদিকে উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, ‘স্টিল সেতুর পাত দিয়ে মেরামত করে ক্ষতিগ্রস্ত সেতুটি দিয়ে হালকা যান চলাচলের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী সেতুটি পরিদর্শন করেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল জানান, ‘আশপাশের শিল্পকারখানা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাদের কারখানার ভারী যান আপাতত সেতুটির ওপর দিয়ে চলাচল না করার জন্য বলা হয়েছে।’ উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ‘জনস্বার্থে সেতুটি অচিরেই নতুন করে নির্মাণ করা দরকার।’

মন্তব্যসাতদিনের সেরা