kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

চাঁদপুর ৪

শফিকুরের পাশে থাকার প্রতিশ্রুতি

চাঁদপুর প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ শফিকুর রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অন্য মনোনয়নপ্রত্যাশী ডা. হারুন অর রশিদ সাগর। রবিবার দুপুরে কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন তিনি।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ডা. হারুন অর রশিদ সাগর জানান, চাঁদপুর-৪ আসনে অন্য বেশ কয়েকজনের সঙ্গে তিনিও আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেই লক্ষ্যে সংগঠনের মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া না হলেও তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতিশ্রুতি দিয়েছেন যাঁকেই মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষেই তিনি কাজ করবেন।

মন্তব্যসাতদিনের সেরা