kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

পিরোজপুর ৩

ভোটকেন্দ্র চায় মাঝের চরবাসী

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে মাঝের চর অবস্থিত। যোগাযোগ বিচ্ছিন্ন এ চরে কোনো ভোটকেন্দ্র নেই। চরবাসীর পক্ষ থেকে একাধিকবার ভোটকেন্দ্রের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিটি নির্বাচনের সময় সাড়ে তিন কিলোমিটার নৌপথ ও দেড় কিলোমিটার সড়কপথ হেঁটে ভোট দিতে যেতে হয় তাদের। এতে চরবাসী, বিশেষ করে বৃদ্ধ ও নারী ভোটাররা ভোগান্তির শিকার হয়।

এবাধিক সূত্রে জানা যায়, চল্লিশের দশকে উপজেলার বেতমোড় ইউনিয়নে বলেশ্বর নদের মাঝে জেগে ওঠে ‘মাঝের চর’। সুন্দরবনের কোলঘেঁষা বলেশ্বরের মাঝে ১২ একর জমির মাঝের চরে এক হাজার ৪০০ মানুষের বসবাস। বৈরী প্রকৃতির সঙ্গে লড়াই করে যুগ যুগ ধরে টিকে আছে চরবাসী। বর্তমানে এ চরের ভোটারসংখ্যা ৪৩০। কিন্তু চরে কোনো ভোটকেন্দ্র নেই।

এ ব্যাপারে বেতমোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, ‘মাঝের চরে ভোটকেন্দ্র করা হলে বিচ্ছিন্ন চরবাসীর কষ্ট দূর হতো।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ বলেন, ‘চরটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ভোটকেন্দ্র করা হয় না। তবে জনস্বার্থে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা