kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

বরিশাল ৩

কপাল পুড়েছে গোলাম টিপুর

বরিশাল অফিস   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী গোলাম টিপু তখন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানকে চার হাজার ভোটে পরাজিত করেন। তবে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. টিপু সুলতানের কাছে হেরে যান। যদিও তখন মহাজোট কাউকেই সমর্থন কিংবা মনোনয়ন দেয়নি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনটি দাবি করছিল জাপা। কিন্তু মহাজোট থেকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী টিপু সুলতানকে মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাই কপাল পুড়েছে গোলাম টিপুর।

এ ব্যাপারে গোলাম টিপুর বক্তব্য, ‘এ আসনটি জাপার। টিপু সুলতান এক মন্ত্রীর হস্তক্ষেপে এখানে এমপি হন। এবার আমার মহাজোট থেকে মনোনয়ন পাওয়ার কথা ছিল। আমি দলের নির্দেশনা অনুসারে মনোনয়নপত্র দাখিল করেছি। এখনো বিবেচনার সময় আছে।’

মন্তব্য