kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

পিরোজপুর ২

লেবার পার্টির চেয়ারম্যানের কুশপুতুল দাহ

আঞ্চলিক ও ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলেবার পার্টির চেয়ারম্যানের কুশপুতুল দাহ

পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন পাওয়ায় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের কুশপুতুলে গতকাল আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালের কণ্ঠ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার রাতে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন পেলেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের লেবার পার্টির চেয়ারম্যান।

তবে ইরানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে কাউখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গতকাল রবিবার তাঁরা উপজেলা শহরে বিক্ষোভ দেখিয়ে ইরানের কুশপুতুল দাহ করে। বিক্ষুব্ধরা সুমনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানায়।

ইরান চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় নির্বাচন থেকে ছিটকে পড়লেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন। এর আগে এ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে সুমন ও ইরানকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

অন্যদিকে একই আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে সাইকেল প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

মন্তব্য