kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

ভোট পুনর্গণনার দাবি

গোপালগঞ্জ দ্বিতীয় দিনেও উত্তাল

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জ দ্বিতীয় দিনেও উত্তাল

ভোট পুনর্গণনার দাবিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের শত শত বিক্ষুব্ধ সমর্থক গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে। ছবি : কালের কণ্ঠ

উপজেলা নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে ভোট পুনর্গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল গোপালগঞ্জ। তাদের অবরোধের ফলে দুই দিন ধরে গোপালগঞ্জ প্রায় অচল হয়ে পড়ে। পরে অবরোধ তুলে নিলে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের শত শত বিক্ষুব্ধ সমর্থক ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্ধশতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়। তা ছাড়া গতকাল ভোর থেকে গোপালগঞ্জ-টেকেরহাট ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ করে রাখে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। গত সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী মো. মাহমুদ হোসেন দিপু এবং এস এম শাহ আলম সংবাদ সম্মেলন করে ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান। এরপর থেকে ওই দুজনের সমর্থকরা রাস্তায় নেমে আসে।

 

মন্তব্যসাতদিনের সেরা