kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

এমপির বিরুদ্ধে হুমকির অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

নড়াইল প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনড়াইল-১ আসনের সংসদ সদস্য (এমপি) কবীরুল হক মুক্তির বিরুদ্ধে কালিয়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম হারুনার রসিদ। গতকাল শুক্রবার দুপুরে নড়াইল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাঁর পক্ষের নেতাকর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন আনারস প্রতীকের হারুনার রসিদ।

হারুনার রসিদ আরো অভিযোগ করেন, আজ রবিবার কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় ও আলোচনাসভায় এলাকার সুধীসমাজকে ডেকেছেন এমপি মুক্তি। যা আচরণবিধি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্লা, একই ইউনিয়নের সদস্য এনা, আতাউর রহমান, ইছাবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বক্তব্য নিতে এমপি মুক্তির মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজু আহম্মেদ বলেন, ‘অভিযোগ পেয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। (আজকের) সভা না করার জন্য থানার ওসি ও নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা