kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ভালুকায় নৌকার প্রতিদ্বন্দ্বিতায় দুই বিদ্রোহী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ। চতুর্থ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে উপজেলাব্যাপী। এ আলোচনার অনেকটা অংশই জুড়ে আছে চেয়ারম্যান পদ প্রার্থীরা।

এ উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন মাঠে আছেন তিনজন। ওই তিনজনের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত এবং অন্য দুজন একই দলের বিদ্রোহী। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার মহিউদ্দীন ও আবুল কালাম আজাদ।

মন্তব্যসাতদিনের সেরা