kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

বেলকুচিতে ভোটের ফল প্রত্যাখ্যান বিদ্রোহী প্রার্থীর

অবরোধ ভাঙচুর বিক্ষোভ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেলকুচিতে ভোটের ফল প্রত্যাখ্যান বিদ্রোহী প্রার্থীর

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা সোমবার সড়ক অবরোধ করে। ছবি : কালের কণ্ঠ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মীর সেরাজুল ইসলাম ও তাঁর সমর্থকরা ভোটের ফল প্রত্যাখ্যান করে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গত সোমবার সন্ধ্যায় বিক্ষোভ শেষে আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর সেরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আমি বিজয়ী হলেও সহকারী রিটার্নিং অফিসারসহ প্রশাসনের লোকজন আরেক স্বতন্ত্র প্রার্থী সাজেদুল ইসলামের পক্ষ নিয়ে গভীর রাতে ফল পাল্টে দেন। আমাকে মাত্র ২৫ ভোটে হারিয়ে দেওয়া হয়। অবিলম্বে কয়েকটি কেন্দ্রে পুনঃ ভোটসহ ফলাফল পুনর্গননার দাবি জানাই।’

মন্তব্যসাতদিনের সেরা