kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

সিংড়ায় নৌকার ক্যাম্পে আগুন

নাটোর ও সিংড়া প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগকর্মীদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। শুক্রবার রাতে সিংড়ার বেলায়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ (১০ মার্চ) এ উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকর্মী শাজাহান আলী প্রামাণিক জানান, আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে রাতে আগুন দেওয়া হয়েছে। আর এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন জড়িত বলে তিনি দাবি করেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, ‘আতঙ্ক সৃষ্টির জন্য রাতে নৌকার পোস্টার ছিঁড়ে নদীতে ফেলা হয়েছে।’ এর আগে সাধারণ ভোটারসহ নৌকা প্রতীকের কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি। এদিকে বড়াইগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জম হোসেন ভাবলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৭ জন আহত হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা