kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

সিংড়ায় নৌকার পোস্টারে আগুন

নাটোর প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিংড়ায় নৌকার পোস্টারে আগুন

নাটোরের সিংড়ায় নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টারে বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হয়েছে। ছবি : কালের কণ্ঠ

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া, সুকাশ, বামিহাল, দুর্গাপুর, বেলোয়া, কলিয়াবাজারসহ বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে নৌকার পোস্টার ছিঁড়ে পুকুরে ভাসিয়ে দিয়েছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে মঙ্গলবার রাতে শেরকোল ইউনিয়নের তেলীগ্রামে পাঁচ শতাধিক পোস্টার ছিঁড়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, ‘উন্নয়ন ও সুশাসনের প্রতীক নৌকা। যারা নৌকার পোস্টারে আগুন দিয়েছে, তারা মোটেও ঠিক করেনি। নৌকার জনপ্রিয়তায় ঈর্ষান্ব্বিত হয়ে গভীর রাতে প্রভাবশালী একটি মহল এসব করছে। আগামী ১০ মার্চ নৌকার বিজয়ের মাধ্যমে জনগণ এর উচিত জবাব দেবে।’

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা