kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

একাদশ-দ্বাদশ শ্রেণি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (দ্বিতীয় পত্র) । ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা

মো. আবু সাঈদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটে‘নৃতত্ত্বের জাদুঘর’ নামে খ্যাত ভারতীয় উপমহাদেশ তার বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা, বহু ভাষা, মিশ্র জাতি, বিভিন্ন ধর্মের প্রসার ও ভূ-প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে পৃথিবী বিখ্যাত। পণ্ডিতদের মতে, ভরত, হিন্দ, সিন্দ, হিন্দুস্তান, ইন্ডাস-ইন্ডিয়া প্রভৃতি নাম থেকে ভারত নামের উৎপত্তি। আর ভারতবর্ষের ইতিহাসে হিন্দু ও বৌদ্ধ শাসনামল প্রাচীন যুগ হলেও মুসলমানদের শাসনামল মধ্যযুগ এবং ব্রিটিশ শাসনামল আধুনিক যুগ নামে অভিহিত। মুসলমানদের আগমণের প্রাক্কালে ভারতের বেশ কিছু অঞ্চলের রাজনৈতিক, আর্থ-সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থা ছিল নৈরাজ্যকর ও কুসংস্কারাচ্ছন্ন। ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয় যেমন নবদিগন্তের সূচনা করে, তেমনিভাবে গজনির সুলতান মাহমুদের বারবার ভারত অভিযানের পথ ধরেই ১১৯২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরির নেতৃত্বে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়েছিল, যা গৌরবোজ্জ্বল মোগল শাসনের অবসানের আগ পর্যন্ত তথা ১৮৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল।

 

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কত সালে মুসলিম বাহিনী সিন্ধু বিজয় করে? উত্তর : ৭১২ খ্রিস্টাব্দ।

সিন্ধু বিজয়ে কোন মুসলিম সেনাপতি নেতৃত্ব দেন? উত্তর : মুহাম্মদ বিন কাসিম।

কোন খলিফার শাসনামলে সিন্ধু বিজিত হয়? উত্তর : উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনকালে।

সিন্ধুর শেষ হিন্দু রাজার নাম কী?          উত্তর : রাজা দাহির।

মুহাম্মদ বিন কাসিমের মৃত্যুর জন্য কাদের দায়ী করা হয়? উত্তর : রাজা দাহিরের দুই কন্যা সুরুয দেবী ও পরিমল দেবী।

প্রাক-মুসলিম ভারতবর্ষে আন্তঃসাম্প্রদায়িক বিবাহ না হওয়ার জন্য কোনটি দায়ী ছিল? উত্তর : জাতিভেদ প্রথা।

আরববাসী হিন্দু সম্প্রদায়ের সংস্পর্শে আসে কিভাবে? উত্তর : সিন্ধু ও মুলতান বিজয়ের পর।

সিন্ধু বিজয়ের মূল বা প্রত্যক্ষ কারণ কী?  উত্তর : ভারতীয় জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন।

সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেন? উত্তর : ১৭ বার।

সুলতান মাহমুদের অভিযানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? উত্তর : সোমনাথ বিজয়।

সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? উত্তর : অর্থনৈতিক।

গজনিকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেছিলেন কে? উত্তর : সুলতান মাহমুদ।

সুলতান মাহমুদের রাজদরবারের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর : ফেরদৌসী।

কিতাবুল হিন্দ কে রচনা করেন? উত্তর : আল বেরুনি।

কোন মুসলিম মনীষী হিন্দু ধর্ম, সমাজ ও সংস্কৃতির ওপর গ্রন্থ রচনা করেন? উত্তর : আল বেরুনি।

শাহনামার রচয়িতা কে? উত্তর : পারস্যের মহাকবি ফেরদৌসী।

কিতাবুল হিন্দ ও শাহনামা গ্রন্থ দুটি কোন শাসকের সময় রচিত হয়? উত্তর : সুলতান মাহমুদ।

ঘুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর : মুহাম্মদ ঘুরি।

ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব অর্জন করেন কে? উত্তর : মুহাম্মদ ঘুরি।

কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১১৯১ সালে।

কোন যুদ্ধে মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের কাছে পরাজিত হন? উত্তর : তরাইনের প্রথম যুদ্ধে।

কত সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়? উত্তর : ১১৯২ সালে।

বাংলায় প্রথম কোন মুসলিম সেনাপতি অভিযান করেন? উত্তর : কুতুবউদ্দিন আইবেক।

 

(এ অধ্যায়ের অনুধাবন ও সৃজনশীল প্রশ্ন প্রকাশিত হবে পরবর্তী সংখ্যায়)

মন্তব্যসাতদিনের সেরা