kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জানুয়ারি ২০২০। ১৬ মাঘ ১৪২৬। ৪ জমাদিউস সানি ১৪৪১     

এসএসসি ২০২০

নগদান বই

মো. আব্দুল হান্নান সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৭ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন উত্তর

১.         অর্থের আদান-প্রদানে সহায়ক ভূমিকা পালন করে কে?

            ক. ব্যবস্থাপক   খ. দেনাদার  গ. পাওনাদার   ঘ. ব্যাংক 

২.         একটি ব্যবসায়ের চালিকাশক্তি কী?

            ক. মূলধন খ. নগদ অর্থ গ. চলতি সম্পদ ঘ. স্থায়ী সম্পদ 

৩.        হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের মতো কাজ করে কোনটি? 

            ক. জাবেদা খ. খতিয়ান গ. নগদান বই  ঘ. রেওয়ামিল 

৪.         নগদান বই কোনটির অন্যতম শাখা?

            ক. জাবেদা খ. খতিয়ান গ. রেওয়ামিল ঘ. আর্থিক বিবরণী 

৫.         ব্যবসায় পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

            ক. মূলধন  খ. সুনাম  গ. আসবাবপত্র  ঘ. নগদ অর্থ

৬.        নগদান বইয়ের বৈশিষ্ট্য কয়টি?

            ক. ৫টি  খ. ৬টি  গ. ৭টি  ঘ. ৮টি 

৭.         কন্ট্রা এন্ট্রি দ্বারা প্রভাবিত হিসাব হলো—

            i. মূলধন  ii. নগদান iii. ব্যাংক

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii  খ. i, iii  গ. ii, iii  ঘ.  i, ii ও iii   

৮.        নগদ প্রাপ্তি জাবেদায় কয়টি ঘর থাকে? 

            ক. ৬  খ. ৭  গ. ৮  ঘ. ৯  

৯.         ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত অসমান হলে কোনটি প্রস্তুত করা হয়?

            ক. ব্যাংক বিবরণী  খ. দুইঘরা নগদান বই  গ. ব্যাংক সমন্বয় বিবরণী  ঘ. আর্থিক বিবরণী

১০. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা একঘরা নগদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ হয়?

            ক. ডেবিট দিকে            খ. ক্রেডিট দিকে 

            গ. উভয় দিকে              ঘ. কোনো দিকেই নয়  

            নিচের উদ্দীপকটি পড়ে ১১ ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            মি. রুবেলের কাছে পাওনা ৪,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকার একটি চেক পেয়ে তা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। পরবর্তী সময় চেকটি প্রত্যাখ্যাত হলো।

১১. রুবেলের কাছ থেকে প্রাপ্ত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় কোন পক্ষ ক্রেডিট হবে?

            ক. রুবেলের হিসাব        খ. ব্যাংক হিসাব 

            গ. দেনাদার হিসাব        ঘ. নগদান হিসাব   

১২. মি. রুবেলের উপযুক্ত লেনদেনের বাট্টার ধরন হবে— 

            i. নগদ বাট্টা  ii. প্রদত্ত বাট্টা iii. কারবারি বাট্টা 

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii  খ. i, iii  গ. ii, iii  ঘ.  i, ii ও iii     

১৩. প্রাপ্তি ও প্রদান নিচের কোনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

            ক. নগদান বই               খ. খতিয়ান 

            গ. উৎপাদন ব্যয় বিবরণী          ঘ. মালিকানাস্বত্ব বিবরণী

১৪. একঘরা নগদান বই কোন উদ্বৃত্ত প্রকাশ করে?

            ক. ডেবিট  খ. ক্রেডিট  গ. ব্যাংক জমা  ঘ. ব্যাংক জমাতিরিক্ত 

১৫. নগদপ্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে না কোনটি?

            ক. নগদে পণ্য বিক্রয়     খ. দেনাদার থেকে প্রাপ্তি 

            গ. ব্যাংক থেকে উত্তোলন           ঘ. চেক প্রাপ্তি

১৬. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি?

            ক. আসবাবপত্র বিক্রয়  খ. পাওনা আদায় 

            গ. ঋণ পরিশোধ                        ঘ. পণ্য বিক্রয় 

১৭.       দুইঘরা নগদান বই দ্বারা জানা যায়—

            i. নগদ উদ্বৃত্ত  ii. ব্যাংক উদ্বৃত্ত iii. বাট্টার পরিমাণ

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii    খ. i, iii    গ. ii, iii    ঘ.  i, ii ও iii   

১৮. কোন ধরনের নগদান বই সংরক্ষণ করা ক্রমেই হ্রাস পাচ্ছে?

            ক. একঘরা    খ. দুইঘরা    গ. তিনঘরা    ঘ. খুচরা  

১৯. নগদান বইয়ে আসে না— 

            i. কারবারি বাট্টা    ii. ধারে বিক্রয়    iii. নগদ বাট্টা  

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii     খ. i, iii     গ. ii, iii     ঘ.  i, ii ও iii  

২০. কোনটির মাধ্যমে লেনদেনের নিষ্পত্তি বেশি নিরাপদ?

            ক. নগদ অর্থ     খ. ব্যাংক     গ. বীমা     ঘ. ধারে   

২১. তিনঘরা নগদান বইয়ের ডেবিট দিকে কয়টি কলাম থাকে?

            ক. ৭টি      খ. ১০টি     গ. ১২টি     ঘ. ১৪টি   

২২. কোনটি একঘরা নগদান বইবহির্ভূত?

            ক. প্রারম্ভিক উদ্বৃত্ত                      খ. ডেবিট উদ্বৃত্ত 

            গ. সমাপনী উদ্বৃত্ত                      ঘ. ক্রেডিট উদ্বৃত্ত 

২৩. নিচের কোন লেনদেনটি একঘরা নগদান বইয়ের উভয় পার্শ্বে বসে?

            ক. নগদে পণ্য ক্রয়         খ. চেকে পণ্য বিক্রয় 

            গ. চেক প্রাপ্তি                 ঘ. চেকে পণ্য ক্রয় 

২৪. কোনটি জাবেদা ও খতিয়ান উভয়ই?

            ক. ক্রয় বহি                   খ. বিক্রয় বহি 

            গ. নগদান বহি                          ঘ. রেওয়ামিল 

২৫. নগদ বহিঃপ্রবাহ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? 

            ক. নগদান হিসাব          খ. দুইঘরা নগদান বই 

            গ. নগদ প্রাপ্তি জাবেদা  ঘ. নগদ প্রদান জাবেদা

২৬. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট ব্যালান্স দ্বারা বুুঝায়— 

            i. ব্যাংক জমা    ii. ব্যাংক উদ্বৃত্ত   iii. ব্যাংক জমাতিরিক্ত

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii    খ. i, iii    গ. ii, iii     ঘ.  i, ii ও iii    

২৭. দুইঘরা নগদান বইতে কতটি ঘর থাকে? 

            ক. ১৪টি     খ. ১২টি     গ. ১০টি     ঘ. ৮টি 

২৮. পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা কী বলে গণ্য হবে?

            ক. বাহক চেক               খ. খোলা চেক 

            গ. দাগকাটা চেক          ঘ. নিরাপদ চেক 

২৯. বিপরীত দাখিলার জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়?  

            ক. ক    খ. ঋ    গ. ই      ঘ. ঈ

৩০. বর্তমানে প্রতিষ্ঠানের চাহিদা পূরণের লক্ষ্যে প্রচলিত জাবেদা বই কোনটি?  

            ক. নগদপ্রাপ্তি জাবেদা    খ. বিক্রয় জাবেদা 

            গ. ক্রয় জাবেদা                         ঘ. প্রারম্ভিক জাবেদা 

৩১. নগদান বইকে কোন কোন প্রতিষ্ঠানে বলা হয়—

            i. পেটি ক্যাশ বই  ii. জমা-খরচ বই   iii. প্রাপ্তি প্রদান বই

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii     খ. i, iii     গ. ii, iii     ঘ.  i, ii ও iii  

৩২. লেনদেনের নির্দিষ্ট মানদণ্ড হলো—

            ক. চলতি সম্পদ                        খ. নগদ অর্থ

            গ. চলতি দায়                ঘ. ব্যাংক জমা 

৩৩. আমানতকারীর ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণকে কী বলে?

            ক. ব্যাংক হিসাব                       খ. ব্যাংক বিবরণী

            গ. ব্যাংক সমন্বয় বিবরণী          ঘ. নগদান বই 

            নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            হারুনের কাছে ২,৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১৫% কমিশন বাদ দিয়ে ১,০০,০০০ টাকার চেক ও নগদ ৬০,০০০ টাকা পাওয়া গেল।

৩৪. হারুনের কাছে কত পাওনা রয়েছে?

            ক. ৫০,০০০ টাকা          খ. ৫২,৫০০ টাকা

            গ. ৫৫,০০০ টাকা           ঘ. ৫৭,৫০০ টাকা  

৩৫. বাকিতে ব্যবসায় করলে এর প্রভাব হয় — বৃদ্ধি

            i. ব্যবসায় সম্প্রসারণ    ii. দেনাদারের পরিমাণ

            iii. পাওনাদারের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii     খ. i, iii     গ. ii, iii     ঘ.  i, ii ও iii  

৩৬. ব্যবসায়ের সর্বাপেক্ষা তরল সম্পদ কী?

            ক. নগদ     খ. দেনাদার   গ. মজুদ পণ্য   ঘ. অগ্রিম খরচ  

৩৭. কোনো কোনো প্রতিষ্ঠান নগদান বইকে কী বলে?

            ক. পেটি ক্যাশ বই          খ. জমা-খরচের বই

            গ. খতিয়ান বই                         ঘ. রেওয়ামিল   

৩৮. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে, তাকে কী বলে?

            ক. ব্যাংকার      খ. আমানতকারী

            গ. গ্রহীতা          ঘ. বিনিয়োগকারী 

৩৯. আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি?

            ক. ব্যাংক বিবরণী                    খ. চেক বই

            গ. জমা বই                   ঘ. ডিপোজিট স্লিপ            

৪০. নগদ প্রদান জাবেদার নগদ ঘরে লেখা হয়—

            i. নগদ অর্থ প্রদান   ii. চেক প্রদান    iii. বাট্টা প্রদান

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii      খ. i, iii     গ. ii, iii     ঘ. i, ii ও iii 

 

উত্তর : ১ ঘ, ২ খ, ৩ গ, ৪ ক, ৫ ঘ, ৬ খ, ৭ খ, ৮ গ, ৯ গ, ১০ গ, ১১ খ, ১২ ক, ১৩ ক, ১৪ ক, ১৫ গ, ১৬ গ, ১৭ ক, ১৮ ঘ, ১৯ ক, ২০ খ, ২১ ক, ২২ ঘ, ২৩ ঘ, ২৪ গ, ২৫ ঘ, ২৬ গ, ২৭ খ, ২৮ গ, ২৯ ঘ, ৩০ ক, ৩১ ঘ, ৩২ খ, ৩৩ খ, ৩৪ খ, ৩৫ গ, ৩৬ ক, ৩৭ খ, ৩৮ খ, ৩৯ ক, ৪০ ক।

মন্তব্যসাতদিনের সেরা