রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে tense বলে। এটি গ্রামারের সংজ্ঞা। সহজ ভাষায়, ক্রিয়া অর্থ কাজ। অর্থাৎ কোনো একটি কাজ শুরু থেকে শেষ হতে যে সময়ের প্রয়োজন হয়, ওই সময়কেই tense বা কাল বলে। তাহলে কী বোঝা গেল? তোমার পড়াশোনা, খাওয়াদাওয়া, ঘুমানোসহ যেকোনো কাজ করতে যে সময় ব্যয় হয়, ওই সময়টাই tense। এবার আসি tense কত প্রকার ও কী কী? ধরো, তোমার নাম রাকিব। আজ তুমি স্কুলে যাচ্ছ। গতকাল গিয়েছিলে। আগামীকালও যাবে। এখানে ‘তুমি আজ স্কুলে যাচ্ছ’—এটি ‘বর্তমান বা present’। ‘গতকাল গিয়েছিলে’—এটি ‘অতীত বা past’। ‘আগামীকাল যাবে’—এটি ‘ভবিষৎ বা future’। এই তিনটি সময় ছাড়া তুমি কি আর কোনো সময় খুঁজে পাও? তোমার উত্তর নিশ্চয়ই না! তাহলে কী দাঁড়াল? tense মূলত তিন প্রকার : ১. present tense, ২. past tense, ৩. future tense।
উদাহরণ :
Present Tense : I go to school.
Past Tense : I went to school.
Future Tense : I shall go to school.
আবার আসি তোমার স্কুলে যাওয়া প্রসঙ্গে। যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তখন মা-বাবা বা অন্য কেউ যদি প্রশ্ন করে ‘তুমি কোথায় যাও?’, নিশ্চয়ই তোমার উত্তর হবে, ‘আমি স্কুলে যাই?’ যখন তুমি স্কুলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলে, তখন যদি কেউ প্রশ্ন করে যে ‘তুমি কোথায় যাচ্ছ?’ তখন তোমার উত্তর হবে, ‘আমি স্কুলে যাচ্ছি।’ স্কুলে পৌঁছানোর পর তোমার শরীরের ঘাম শুকানোর আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ তোমাকে প্রশ্ন করে, ‘কী করছ?’ তোমার উত্তর হবে, ‘আমি এইমাত্র স্কুলে এসেছি।’ এবার ধরো, তুমি চার ঘণ্টা ধরে শ্রেণিকক্ষে পড়াশোনা করছ? এমন অবস্থায় যদি তোমাকে কেউ প্রশ্ন করে, ‘এতক্ষণ ধরে কী করছ?’ তাহলে তোমার উত্তর হবে, ‘আমি চার ঘণ্টা ধরে পড়াশোনা করছি।’ এখানে ‘আমি স্কুলে যাই’—এই বাক্যটি সাধারণ বর্তমান বা Present Indefinite Tense। ‘আমি স্কুলে যাচ্ছি’—এই বাক্যটি চলমান বর্তমান বা Present Continuous Tense। ‘আমি এই মাত্র স্কুলে এসেছি’—এই বাক্যটি পুরাঘটিত বর্তমান বা Present Perfect Tense। ‘আমি চার ঘণ্টা ধরে পড়াশোনা করছি’—এই বাক্যটিও চলমান/নিত্যবৃত্ত বর্তমান বা Present Perfect Continuous Tense। তার মানে, Present tense চার প্রকার। Present tense যদি চার প্রকার হয়, সেভাবে Past tense এবং Future tense-ও চার প্রকার করে হবে। কারণ তুমি আজ যে কাজগুলো করলে, এই একই কাজ এক দিন পর অতীত হয়ে যাবে; কিন্তু ঘটনা একই থাকবে। আবার এমন অনেক কাজ আছে, যা তুমি আগামীকাল করবে। অতএব, present tense, past tense, future tense—প্রতিটি চার প্রকার করে মোট ১২ প্রকার, যেমন—
Present Tense
Present Indefinite Tense
Present Continuous Tense
Present Perfect Tense
Present Perfect Continuous Tense
Past Tense
Past Indefinite Tense
Past Continuous Tense
Past Perfect Tense
Past Perfect Continuous Tense
Future Tense
Future Indefinite Tense
Future Continuous Tense
Future Perfect Tense
Future Perfect Continuous Tense
ওপরের ১২টি Tense-এ ১২টি Structure বা গঠনপ্রণালী রয়েছে। এই ১২টি Structure দিয়ে সব ধরনের ইংরেজি বাক্য তৈরি করা যায়। কিন্তু অনেক শিক্ষার্থীই এই ১২টি Structure মুখস্থ রাখতে পারে না। এমন কিছু টিপস আছে, যা আত্মস্থ করলে খুব সহজেই এগুলো মনে রাখা সম্ভব। নিচে তুলে ধরা হলো—
ইংরেজি বাক্যের Structure বা গঠনপ্রণালী মনে রাখার কৌশল
১। প্রতিটি ইংরেজি বাক্যের শুরুতে Subject, মাঝখানে Main Verb এবং শেষে Object হবে।
১। Subject-এর ঠিক পরই Main Verb-এর পূর্বে number ও person অনুযায়ী Be Verbs (am, are, is, was, were, been and being) অথবা auxiliary verb (The primary auxiliary verbs are be, do, and have; the modal auxiliaries are can, could, may, might, must, shall, should, will and would.) বসবে।
৩। যে Tenseটি Continuous, সেখানেই Main Verb-এর সঙ্গে ing যুক্ত করতে হবে এবং শেষে Object থাকবে।
৪। যেই Tenseটি শুধু perfect, সেখানে Main Verb-এর past participle হবে এবং শেষে Object হবে।
কৌশল অনুযায়ী Structure বা গঠনপ্রণালী
Present Indefinite Tense
Structure : Subject + Main Verb + Object.
Example : সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
তুমি বই পড়ো – You read a book.
সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
নোট : Subject third person singular number (he, she, it, কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb-এর শেষে s বা es বসে।
Present Continious Tense
Structure : Subject + be verb (number ও person অনুযায়ী) + verb + ing + object.
Example : সে স্কুলে যাচ্ছে – He is going to school.
তুমি/তোমরা বই পড়ছ—You are reading book.
আমি আজ রাতে ঢাকা যাব–I am going to Dhaka tonight. (Near future)
নোট : I-এর পর am বসবে। He, She, it এবং অন্য সব third person singular number-এর পর is বসবে। We, you, they এবং Plural subject-এর শেষে are বসে।
Present perfect tense
Structure : Subject + have/has + past participle + object.
Example : সে স্কুলে গিয়েছে–He has gone to school.
আমি ভাত খাইনি–I have not eaten rice.
সে ঘণ্টার পর ঘণ্টা ধরে পড়েছে–He/she has studied for hours.
তারা এইমাত্র ফুটবল খেলেছে—They have just played football.
সে এইমাত্র ফুটবল খেলেছে–He has just played football.
নোট : Subject third person singular number (he, she, it, কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে। I, we, you, they এবং অন্য সব plural subject-এর শেষে have বসবে।
Present perfect continuous tense
Structure : Subject + has been/have been + main verb + ing + since/from/for + object.
Example : আমি দুই দিন ধরে কাজটি করছি—I have been doing this work for two days.
সে দুই ঘণ্টা ধরে পড়ছে—He has been reading for two hours. (নির্দিষ্ট সময়)
সে সকাল থেকে পড়ছে—He has been reading since morning.
সে তিন বছর ধরে এই স্কুলে পড়ছে–He/She has been reading in this school for three years.
ছেলেবেলা থেকে সে এখানে বাস করছে—He has been living here from his boyhood.
ফাহিম গত সোমবার থেকে জ্বরে ভুগছে—Fahim has been suffering from fever since Sunday last.
নোট : Subject third person singular number (he, she, it, কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে। ও, we, you, they এবং অন্য সব plural subject-এর শেষে have been বসবে।
এ ক্ষেত্রে since ব্যবহার হবে শুধু point of time (past tense)-এর ক্ষেত্রে।
দিন কিংবা বারের ক্ষেত্রে since বা from বসবে।
সব tense-এর ক্ষেত্রে from ব্যবহার করতে হবে।
অনেক বেশি সময়ের ক্ষেত্রে, কোনো ব্যক্তিগত ক্ষেত্রে from ব্যবহার হয়।
Period of time-এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যবহার হয়।
(টেনস নিয়ে পরবর্তী সংখ্যায় আরো আলোচনা করা হবে)
মন্তব্য